জেলা 

বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়ার বাগনানে দুইদিন ধরে নানা অনুষ্ঠান

শেয়ার করুন

এম, এ, মনু উলুবেড়িয়া : বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী মধো দিয়ে বিশ্বশান্তি ও সম্প্রীতির পথ প্রদর্শক হজরত মুহাম্মদ সাঃ জন্ম দিবসে রক্ত দান শিবির, বস্ত্র দান, সহ ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান হাওড়ার বাগনানে লাইব্রেরী মোড়ে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠান হয়।
শনিবার প্রথম দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ ব‍্যাক্তিদের শীতবস্ত্র বিতরণ করা হয়।


রবিবার দ্বিতীয় দিনে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়,
সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন বাগনান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,সহসভাপতি নয়ন হালদার, বাগনান কলেজের পরিচালন সমিতির সভাপতি মানষ দাস,বাগনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, সম্পাদক সেখ সামসুজ্জামান, কোষাধ্যক্ষ নবাব মল্লিক, প্রমুখ।

Advertisement

বর্তমান দেশ তথা রাজ্যে যে অসহিষ্ণুতার বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভ্রাতৃত্ব সম্প্রীতির রক্ষা করতে সভায় সকল বক্তা তাদের মূল‍্যবান বক্তব্যে বিশ্বশান্তি, সৌভাতৃত্ব,ও শান্তির জন্যে সকলেই এক এবং ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান হাওড়া জেলা জামায়াত হিন্দের সভাপতি জনাব নূর আহাম্মদ মোল্লা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ