দেশ 

UP Election 2022 : ২০২২-এর বিধানসভা নির্বাচনে ভোটে লড়বেন না অখিলেশ কেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন আর কয়েক মাস বাকী । এরই মধ্যে সব রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে । তবে আজ সোমবার চমক দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব । তিনি আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন ২০২২-এর বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন না । তবে কেন তিনি বিধানসভা ভোটে দাঁড়াবেন না তার ব্যাখ্যা অবশ্য তিনি দেননি । একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে। যদিও দু’দলের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি এখনও।

সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভোটে না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের পুত্র। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আজমগড়ের সপা সাংসদ যে দলের মুখ্যমন্ত্রীর মুখ, সে ব্যাপারে কোনও দ্বিমত প্রকাশ্যে আসেনি এখনও। তবে কী কারণে ভোটে লড়া থেকে বিরত থাকছেন অখিলেশ? সমাজবাদী পার্টির তরফেও উত্তর মেলেনি।২০২২ সালের শুরুতেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে।

Advertisement

রাজ্যের রাজনৈতিক শিবিরের মতে, গত দেড় বছরে অখিলেশ যতটা বিদেশে সময় কাটিয়েছেন, তার সিকিভাগও তাঁকে লখনউয়ে দেখা যায়নি। বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত গ্রামে তো নয়ই। গত বছর হাথরসে দলিত কিশোরীর ধর্ষণ-খুনের পরে গোটা দেশের সংবাদমাধ্যম, নেটমাধ্যমে ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু বিরোধী নেতাদের রাস্তায় নামতে সে ভাবে দেখা যায়নি। গো‌টা সময়টাই বিদেশে ছিলেন মুলায়ম-পুত্র। এর পর তাঁর সোমবারের এই সিদ্ধান্ত সুতরাং বেশ ‘তাৎপর্যপূর্ণ’।

তবে অখিলেশ যাদবের এই সিদ্ধান্তের পর রাজ্য রাজনীতিতে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে । এমনিতেই অখিলেশকে সাম্প্রতিক কালে রাজনৈতিক ময়দানে খুব একটা দেখা যায়নি । পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পাওয়ার পরেও অখিলেশ সেভাবে যোগী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেননি । বিরোধী দল হিসাবে সমাজবাদী দলের এই শূন্যস্থান দ্রুত দখল করে নিয়েছে কংগ্রেস বলে রাজনৈতিক মনে করছে । আগামী বিধানসভা নির্বাচনে যোগী রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে মানুষের কাছে কে গ্রহণযোগ্যতা সেটাই এখন দেখার !


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ