দেশ 

নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি অভিযোগ অমিত শাহের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ রবিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর একটি দ্বীপের নাম সুভাষচন্দ্র বসুর নামে করেন। এই নামকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা উচিত। কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে অবদান, সে জন্য তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। উলটে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে।

অমিত শাহ বলেন, “এই বছর আমরা আজাদি কা অমৃত মহোৎসবের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দিই, আমরা দেখতে পাই যে, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে ইতিহাসে প্রাপ্য স্থান দেওয়া হয়নি।”

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের ইতিহাসে স্থান করে দিতে হবে। এজন্য আমরা রস দ্বীপের নামকরণ করেছি নেতাজির নামে।” নতুন নামকরণ করা দ্বীপে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শাহ বলেন, “আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীনতার তীর্থস্থান। আমি সমস্ত যুবক-যুবতীকে অন্তত একবার আন্দামান ও নিকোবর দেখার জন্য আহ্বান জানাই।”

এর আগে শুক্রবার সেলুলার জেলে গিয়ে শাহকে সাভারকর ইস্যুতে বিরোধীদের তোপ দাগতে দেখা গিয়েছিল। অমিত শাহর বক্তব্য ছিল, সাভারকরের দেশপ্রেম এবং সাহসিকতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। বিনায়ক সাভারকরের সমালোচকদের তোপ দাগেন তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ