কলকাতা 

১১ সেপ্টেম্বর প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডি-লিট পাচ্ছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ডিএসসি পাচ্ছেন প্রখ্যাত বিঞ্জানী সি এন আর রাও

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাংলা চলচিত্র জগতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডিএসসি ডিগ্রি প্রদান করা হবে ভারতরত্ন সি এন আর রাওকে। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান দেওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সি এন আর রাওকে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান উপাচার্য অনুরাধা লোহিয়া।

উপাচার্য বলেন, “এবার আমরা দু’জন খুবই বিখ্যাত মানুষকে সম্মান জানাচ্ছি। ডিএসসি দিচ্ছি ভারতরত্ন সিএনআর রাওকে। তিনি দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী। আমরা খুব গর্বিত যে উনি এই সম্মান গ্রহণ করতে সম্মত হয়েছেন। এছাড়া ডিলিট দেওয়া হচ্ছে বাংলার অভিনয় জগতের আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আমরা খুবই গর্বিত যে উনি আমাদের সম্মান নিতে রাজী হয়েছেন ।”

Advertisement

সমাবর্তনে স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে মোট ৭৫০ জন ডিগ্রি পাবেন। ৪ জন পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। অনুরাধা লোহিয়া বলেন, “প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রথম এই ৪ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। আমরা পিএইচডি প্রোগ্রাম শুরু করি ২০১৪ সালে। তার ৪ বছরের মধ্যেই আমরা ৪ জনকে পিএইচডি ডিগ্রি দিচ্ছি।”


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × five =