জেলা 

“স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনায় দার্জিলিঙের উন্নয়ন করতে হবে ,তাই পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে, তার মাথায় থাকছেন দার্জিলিঙের বিধায়ক অমর রাই “ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এবার পাহাড়ের উন্নয়নের জন্য একটা আলাদা কমিটি তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দার্জিলিঙে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামও ঘোষণা করেন তিনি।

আজ দার্জিলিঙে রিচমন্ড হিলের পাশেই জেলাশাসকের বাংলোয় জিটিএ কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জিটিএ প্রশাসনিক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনয় তামাং ও ভাইস চেয়ারম্যান অনিত থাপা। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ঙের তিন বিধায়কও ছিলেন এই বৈঠকে।

Advertisement

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনায় দার্জিলিঙের উন্নয়ন করতে হবে। তাই পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। তার মাথায় থাকছেন দার্জিলিঙের বিধায়ক অমর রাই। উপদেষ্টা হিসেবে কমিটিতে থাকবেন বিনয় তামাং। ছ’মাসের মধ্যে এই কমিটির তরফে সরকারকে একটি রিপোর্ট পেশ করতে হবে।”

দার্জিলিঙের নতুন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, “এখানে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। যার নাম দার্জিলিং হিল ইউনিভার্সিটি। দার্জিলিঙের মানুষ অনেকদিন ধরে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছিলেন। কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি জানানো হয়েছিল। কিন্তু, তা তারা দেয়নি। কার্শিয়ঙেও এডুকেশন হাব চালু করা হবে। এছাড়া দার্জিলিঙে টুরিজ়মকে আরও চাঙ্গা করে তুলতে হবে। এজন্য কিছু কিছু এলাকায় নতুন টুরিজ়ম স্পট বানানো হবে। টুরিস্টের সংখ্যা যাতে আরও বাড়ানো যায় তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।”

 


শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 4 =