কলকাতা 

সংক্ষেপিত সিলেবাসে মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুসন্ধানের নয়া উদ্যোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেল : কোভিড আবহে গত বছরের মাধ্যমিক পরীক্ষা হতে পারেনি। আশার কথা এবার অবস্থা কিছুটা আয়ত্তে আসছে, তবে ছাত্র-ছাত্রীরা তো স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি। অনলাইনে দূরবর্তীদের জন্য কিছু সমস্যা তো ছিলই, তাই গতবারের মতো এবারও কমিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক সিলেবাস। স্বাভাবিকভাবেই প্রশ্ন পরিকাঠামোতে কিছু পরিবর্তন আসবে।

সেই পরিবর্তন কেমন হতে পারে এবং কোন প্রশ্নের জন্য বা কত মানের প্রশ্নের জন্য ঠিক কতটা লেখা উচিত কিংবা কী কী কারণে পরীক্ষার খাতায় নম্বর কাটা যায়, এসব নিয়ে সপ্তাহব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে অনুসন্ধান কলকাতা।

Advertisement

বিশেষত্ব প্রান্তিক অঞ্চলের এবং জেলার সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানালেন অনুসন্ধানের সম্পাদক বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী। তিনি জানিয়েছেন আগামী 24 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে বিষয়ের উপর আলোচনা করবেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে সকল বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। প্রতিদিন কর্মশালা শুরু হবে রাত সাড়ে আটটায়। তবে তার মিনিট দশেক পূর্বে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা এবং শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন গুণীজনেরা। এই কর্মশালার শুভ আরম্ভ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ