জেলা 

পর্যটক টানতে দক্ষিন দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রাচীন মহিপাল দীঘিকে নবরূপে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে মা-মাটি-মানুষের সরকার

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

পল মৈত্র :  দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই প্রাচীন মহিপাল দীঘি যাকে ঘিরে রয়েছে প্রাকৃতিক মনোরম দৃশ্য ও ঐতিহাসিক নিদর্শন। এছাড়াও জেলা ও ভিন জেলা থেকে মহিপাল দীঘির পাশে পিকনিক স্পট আইরা ফরেস্টে পর্যটকেরা ভিড় জমান সারা বছর। ব্লক প্রশাসন নতুন রূপে সাজাতে চলেছে মহিপাল দীঘিকে যেখানে থাকবে একটি পার্ক ,কফি সপ ,মহিপাল দীঘিতে বোটিং করার ব্যবস্থা এছাড়াও মহিপাল দীঘির পাড় বাধিয়ে রাস্তা করা হবে সেখানে ইলেক্ট্রিক টোটো চলবে পর্যটকেরা মহিপাল দীঘির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন টোটো করে। সোলার লাইট ও পর্যটকদের বসবার ব্যবস্থা করা হবে।এতে করে যেমন জেলার পর্যটন শিল্পের উন্নতি হবে তেমন মহিপাল দীঘিকে কেন্দ্র করে বাড়বে কর্মসংস্থান মনে করছে ব্লক প্রশাসন।
কুশমণ্ডি ব্লকের বিডিও অমূল্য চন্দ্র সরকার বলেন ২০১৪ সালে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আমরা দুটো এসি রুম ও তিনটি নন এসি কটেজ তৈরী করেছি। রয়েছে খাবারের জন্য ডাইনিং হল, পর্যটকদের জন্য ২০১৪ সালে উদ্বোধন করা হয় এই পর্যটন কেন্দ্রটি। বর্তমানে কুশমণ্ডি এগ্রিকালচার সমবায় দপ্তরকে রক্ষনাবেক্ষনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে বি এ জিপি ও এম জি এন আর জি এ প্রকল্প পাঠানো হয়েছে দুটি নতুন কটেজ ও বেশ কিছু নতুন করে কাজ করা হবে পর্যটকদের সুবিধের জন্য। মধ্যেই প্রতিবছর পর্যটকেরা ভিড় জমাচ্ছে মহিপাল দীঘিতে। সেই কথা মাথায় রেখে নবরূপে সাজানো হচ্ছে মহিপাল দীঘিকে।
এলাকাবাসী সুধীর বিশ্বাস বলেন বহিরাগত পর্যটক মহিপাল দীঘি ভ্রমণে আসছে তাতে করে গ্রামের মানুষদের রোজগার বেড়েছে আরো ভালো পরিষেবা ব্লক প্রশাসন দিতে পারলে ভবিষতে কর্মসংস্থানের একটি দিক খুলে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মহিপাল দীঘিতে বছরের সব সময় বহিরাগত পর্যটকদের আনাগোনা থাকে এতে করে স্থানীয় দোকানদারেরা কিছুটা হলেও লাভবান হচ্ছে। প্রশাসন আরো উদ্যোগ নিলে মহিপাল দীঘিকে একটি জাতীয় পর্যায়ের রুপ দেওয়া যেতে পারে।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 2 =