জেলা 

ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চার জন বিজেপি সমর্থককে গ্রেফতার করল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় কোচবিহারের তুফানগঞ্জের তৃণমূল কর্মী খুনের ঘটনায়  চার জনকে গ্রেফতার করল সিবিআই আধিকারিকরা। ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত । ঘটনার জড়িত অন্যদের খোঁজে চলছে তদন্ত।

গত ৪ মে তুফানগঞ্জের কিলাখানা এলাকায় ভুট্টা খেত থেকে উদ্ধার হয় শাহিনুর রহমান নামে এক তৃণমূল কর্মীর দেহ।পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, তৃণমূল করার অপরাধেই ৪ মে কয়েকজনকে বেধড়ক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময়ই খুন করা হয় শাহিনুরকে। এরপর তাঁর দেহ ভুট্টা খেতে ফেলে যাওয়া হয়।

Advertisement

তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে ওই যুবককে। হাই কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নেমে কিছুদিন আগেই তুফানগঞ্জ গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গে। ঘটনার পুনর্নিমাণও করা হয়। সেই ঘটনায় জড়িত সন্দেহে শনিবার চারজনকে গ্রেপ্তার করেন সিবিআই আধিকারিকরা।

রবিবার ধৃতদের তোলা হয় তুফানগঞ্জ মহকুমা আদালতে। ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ