বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রন্থ প্রকাশ, কবি সম্মাননা ও  কবিতা বিষয়ক আলোচনা সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতাঃ ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের বই-চিত্র সভা ঘরে গ্রন্থ প্রকাশ, কবি সম্মাননা ও কবিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুটি গ্রন্থ প্রকাশিত হয়। একটি কবি সেখ নুরুল হুদা সম্পাদিত “দেশ বিদেশের কাব্যমালা” কাব্য সংকলন গ্রন্থ এবং অন্যটি সেখ নুরুল হুদা রচিত “দাম্পত্য সম্পর্ক ও আইন আদালত” নামক গ্রন্থটি। অনুষ্ঠানের সভামুখ্য হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সিদ্ধার্থ সিংহ। কবিতা বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ কাকলী ধারা মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে উত্তর প্রদেশের আজমগড় ফার্মেসি কলেজের প্রিন্সিপাল ডঃ এমদাদ হোসেন প্রতিনিধি হিসাবে তাঁর স্ত্রী পম্পা মুন্সিকে পাঠিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় হাওড়ার বাগনানের পশ্চিম বাইনানের খাদীজাতুল কুবরা গার্লস মিশনের সম্পাদক ওয়াহীদুদ্দীন মাহবুব মুল্লা মহাশয়কে। সংবর্ধনার মানপত্র পাঠ করেন হাওড়ার বাগনানের টেঁপুর নবাসন অনন্তরাম হাই স্কুলের ইংরেজি শিক্ষক, ১৫টি বিষয়ে এম এ ডঃ রঞ্জিত দাস মহাশয়। এছাড়া সম্পাদিত গ্রন্থের প্রত্যেক কবিকে সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভাষা ও শব্দ শ্রমিক আব্দুল কাইউম।

অনুষ্ঠানে বহু দূরদূরান্ত থেকে আগত কবিবন্ধুদের ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বাগত জানান আয়োজক সংস্থা “কবিতার দেশ”- এর সম্পাদক সেখ নুরুল হুদা। সেই সঙ্গে তিনি অনুষ্ঠান পরিচালনা করার জন্য ভাষা ও শব্দ শ্রমিক আব্দুল কাইউমকে দায়িত্ব দেন। অনুষ্ঠানের শুরুতেই অতি মহামারী করোনায় মৃত ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী হারমোনিয়াম সহযোগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রতিভা ষোষ। তিনি দুটি গান পরিবেশন করেন। একটি রবীন্দ্র সংগীত এবং অন্যটি নজরুল গীতি। এরপর অতিথিদের উত্তরীয় পরিয়ে ও লাল গোলাপের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য ছাড়াও সম্পাদিত কাব্য সংকলন গ্রন্থ “দেশ বিদেশের কাব্যমালা” থেকে কবি সেখ নুরুল হুদার দুটি কবিতা পাঠ করেন বাচিক শিল্পী নন্দিনী রায় মল্লিক।আবৃত্তি করেন দেবিকা ব্যানার্জি। এছাড়া সম্পাদিত কাব্য সংকলন গ্রন্থ “দেশ বিদেশের কাব্যমালা” এর কবি বন্ধুরাও স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা গুলি খুবই উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে। তাদের কয়েক জনের নাম উল্লেখ করতেই হয়। তাঁরা হলেন বিশিষ্ট কবি ড়ঃ রঞ্জিত দাস (হাওড়া), এম আলাউদ্দিন খান (উত্তর ২৪ পরগনা), আলমগীর রাহমান (কলকাতা), শিবশঙ্কর বকসী (কলকাতা), আযাদ প্রত্রিকার সম্পাদক সন্দীপ গায়েন (দক্ষিণ ২৪ পরগনা), গুপিযন্ত্র প্রত্রিকার সম্পাদক রহিম রাজা (বীরভূম), বাংলা রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক (দক্ষিণ ২৪ পরগনা), চৈতালী রায় (কলকাতা) প্রমুখ।

Advertisement

এছাড়া প্রণব শিকদার (দক্ষিণ ২৪ পরগনা), কাশীনাথ হালদার (দক্ষিণ ২৪পরগনা), অশোক কুমার পাইক (দক্ষিণ ২৪ পরগনা), দেবব্রত মণ্ডল (পূর্ব বর্ধমান), কুনাল রায় (কলকাতা), অলোক কুমার মাজী (পূর্ব মেদিনীপুর), তাপস বিশ্বাস (উত্তর ২৪ পরগনা) সফিউল্লা নাইয়া (দক্ষিণ ২৪ পরগনা), প্রদীপ বাগ (হুগলি), হিন্দোল মিত্র (কলকাতা), প্রমুখ কবি বন্ধুরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সেখ কলিমউদ্দিন আহমেদ (কলকাতা) এর প্রতিনিধি, মহম্মদ সফিকুল ইসলাম (উত্তর ২৪ পরগনা) এর প্রতিনিধি, রতীশ চন্দ্র সরকার (কোচবিহার) এর প্রতিনিধি, ডঃ মহঃ তোহা সেখ (মুর্শিদাবাদ) এর প্রতিনিধি, মোঃ ইজাজ আহমেদ (মুর্শিদাবাদ) এর প্রতিনিধি, জান্নাতুল ফেরদৌস সাদিয়া (ঢাকা,বাংলাদেশ) এর প্রতিনিধি, আবদুর রহমান (ঢাকা,বাংলাদেশ) এর প্রতিনিধি প্রমুখ ব্যক্তিবর্গ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ