প্রচ্ছদ 

বাংলায় মমতার ভাবমূর্তিকে ম্লান করার জন্য একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় , মুখ্যমন্ত্রীর উচিত এদেরকে চিহ্নিত করা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : আপতত দৃষ্টিতে তৃণমূলের লোক । কিন্ত না ভিতরে গেরুয়া শিবির বাসা বেধেছে । একটু তলিয়ে দেখলেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে । শুধু তৃণমূলের দলের মধ্যেই নয় , রয়েছে মমতার প্রশাসনের মধ্যেও এটা বিদ্যমান । শুধু অমুসলিমদের মধ্যে নয়, মুসলিম আধিকারিকদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা বিরাজ করছে । যেভাবেই হোক এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ম্লান করতে হবে । বিশেষ করে প্রশাসনে অভ্যন্তরে যেসব অবাঙালি অফিসার রয়েছেন তাঁদের একটাংশ এই কাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে বলে সূত্রের খবর ।

কিছুদিন আগে মধ্যপ্রদেশ সম্পর্কে রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন আমলাদের একটাংশের বিরোধিতার জন্যই নাকি কমলনাথ সরকারের পতন হয়েছিল । সেই কথার তাৎপর্য যে রয়েছে তা বাংলার দিকে তাকালে স্পষ্ট হবে । মজার বিষয় হল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যা্য় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন । বিরোধীরা এখানে শক্তিহীন । না হলে এই আমলারাই এতদিনে মমতা সরকারের পতনকে সুনিশ্চিত করে দিত । কিন্ত সেটা সম্ভব হবে না এই কারণেই যে এখানে তৃণমূল কংগ্রেস ২১৫, বিজেপি ৭৩। ফলে তফাৎ অনেকটাই আছে । তাই স্ট্রাটেজি পাল্টেছে আরএসএস । মনে রাখতে হবে আরএসএস এবার মুসলিমদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছে । একটাংশের মুসলিমরা আরএসএসের সঙ্গে যোগাযোগ রেখেছে গোপনে । বাঙালি মুসলিমদের একাংশের সঙ্গে যেমন আছে তেমনি অবাঙালি মুসলিমদের সঙ্গেও আছে ।

Advertisement

এখন নতুন করে রাজনৈতিক কৌশল পাল্টাচ্ছে বিজেপি আরএসএস । তারা ভোটের হিসাব দেখে স্পষ্ট বুঝতে পেরেছে এই রাজ্যে মমতার ক্ষমতায় আসার নেপথ্যে রয়েছে একচেটিয়া বাঙালি মুসলিম ভোট । সেই ভোটকে ভাঙতে হবে । হিসাব বলছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছে ২কোটি ৮৮ লক্ষ , বিজেপি পেয়েছে ২কোটি ২৮ লক্ষ । বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ মাত্র ৬০ লক্ষ । বাম-কংগ্রেস সহ অন্যান্যরা প্রায় ২০ লক্ষ ভোট পেয়েছে । তাহলে বিরোধীদের সব ভোট অর্থাৎ বাম-কংগ্রেসের ভোট সবটা বিজেপি পেলেও ক্ষমতায় আসতে পারত না । কারন তখনও প্রায় ৪০ লক্ষ ভোটের তফাৎ থাকবে । ৪০ লক্ষ ভোটটা কার ? প্রাপ্ত ভোটের নিরিখের এই রাজ্যে মুসলিম ভোট দেড় কোটির বেশি । এই ভোটই মমতার সঙ্গে বিরোধীদের তফাৎ করেছে । ঘটনাচক্রে, যদি বাম-কংগ্রেস ১৩ শতাংশ ভোট পেয়ে যেত তাহলে বিজেপি ১৫০টি আসন পেয়ে ক্ষমতায় এসে যেত । শুধুমাত্র বাঙালি মুসলিমরা এক চেটিয়াভাবে মমতাকে সরাসরি সমর্থন করার জন্য আজ তৃণমূল ২১৩, বিজেপি ৭৭ হয়েছে । না হলে ফল উল্টো হতো । এই হিসাবটা আরএসএস ভাল করেই জানে তাই সে ভোটের দিন থেকেই বাঙালি মুসলিম ভোটে ভাঙন ধরাতে উঠে পড়ে লেগেছে । আর এই কাজে ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘু সমাজেরই উচ্চপদস্থ কয়েকজন আমলাকে । কীভাবে জানতে হলে ধারাবাহিক এই লেখা পড়ে যান শুধু তথ্য পাবেন তা নয়, মমতার ভাবমূর্তিকে ম্লান করতে কীভাবে কাজ করে চলেছে এই চক্র তার পর্দা ফাঁস হবে ? ( প্রথম কিস্তি)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ