বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রখ্যাত বাচিক শিল্পী গৌরি ঘোষ চলে গেলেন, শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত বাচিক শিল্পী গৌরি ঘোষ চলে গেলেন। আজ বৃহস্পতিবার সকালে গৌরী ঘোষ পরলোকগমন করেন। একই সঙ্গে একটি যুগের সমাপ্তি ঘটে গেল। প্রায় তিন দশক ধরে একটানা বাংলার সংস্কৃতি জগতে পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটি সংস্কৃতি মঞ্চ কাঁপিয়ে ছিলেন। গৌরী ঘোষের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই যুগের অবসান হলো।

এই মহান বাচিকশিল্পী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক শোক বার্তায় বলেছেন তার মৃত্যুতে সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

Advertisement

 

গৌরী ঘোষের বয়স হয়েছিল তিরাশি বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন গৌরীদেবী। দিনকয়েক আগে শারীরিক অসুস্থতা গুরুতর আকার নেয়। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সাতদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ সব শেষ। জীবনযুদ্ধে হার মানেন তিনি। সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেন গৌরী ঘোষ।

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজনেরা। একইসঙ্গে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। প্রখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দোপাধ্যায় গৌরী ঘোষের মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, “করোনাকালে বহুবার গৌরী ঘোষের সঙ্গে ফোনে কথা হয়েছে। বারবার মাস্ক পরার বিষয়ে সাবধান করতেন। বলতেন স্যানিটাইজার ব্যবহারের কথাও।” আচমকাই যে গৌরী ঘোষ চলে যাবেন, তা যেন কল্পনা করা যায় না বলেই প্রতিক্রিয়া আবৃত্তি শিল্পীর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ