আন্তর্জাতিক 

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় ওসামা বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই, আফগানিস্তানে দখলদারি কায়েম করার লক্ষ্যেই এটাকে অজুহাত তৈরি করেছিল আমেরিকা, চাঞ্চল্যকর দাবি করলেন তালিবান মুখপাত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনায় লাদেনের কোন হাত ছিল না বলে দাবি করেছে তালিবানরা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তালেবান মুখপাত্র সাক্ষাত্কার দিতে গিয়ে বলেছেন, আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছিল সেই হামলার নেপথ্যে সেই সময়কার আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের হাত ছিল এর কোনো প্রমাণ কুড়ি বছর পরেও পাওয়া যায়নি। আফগানিস্তানকে দখল করার লক্ষ্যে এটাকে অজুহাত বানানো হয়েছিল বলে দাবি করেছেন তালিবান মুখপাত্র।

NBC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলে, “২০ বছরের যুদ্ধের পরও ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় লাদেনের জড়িত থাকার কোনও প্রমাণ নেই। এই যুদ্ধের পক্ষে কোনও বৈধ যুক্তি নেই। এটা আমেরিকার জন্য হামলা চালানোর (আফগানিস্তানে) অছিলা মাত্র ছিল।” মার্কিন হানায় নিহত লাদেনের পক্ষে যুক্তি তুলে ধরে তালিবান মুখপাত্র আরও বলে “লাদেন যখন আমেরিকার কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সে তখন আফগানিস্তানেই ছিল। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিল, তালিবান সেই তথ্য মানে না।”

Advertisement

ওই সংবাদমাধ্যমে মাধ্যমের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আফগানিস্তানকে সন্ত্রাসবাদ মুক্ত করাই তালিবানদের প্রধান লক্ষ্য।

মহিলাদের সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, “আমরা মহিলাদের সম্মান করি। তাঁরা আমাদের বোন। তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং আমাদের উপর তাঁদের গর্ব হওয়া উচিত কারণ আমরা দেশের জন্য লড়াই করছি।”

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ