কলকাতা 

আগামী কাল রবিবার থেকে ব্যাঙ্ক সহ গ্যাস বুকিং-এর ক্ষেত্রে নতুন নতুন কী পরিবর্তন আসছে জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মাস পরার সঙ্গে সঙ্গে মানুষের কাছে মূল্যবৃদ্ধি আতংক তৈরি করেছে । সবাই জানতে চাই এবার গ্যাসের দাম কতটা বাড়বে । পেট্রোল-ডিজেলের দাম কতটা বাড়বে । মাসের শুরুতেই সাধারণ মানুষ আতংকে মধ্যে থাকে জিনিষপত্রের দাম কতটা বাড়তে পারে তা জানতে আগ্রহী হয়ে পড়ে । এবার ১ আগষ্ট থেকেই অনেক কিছুরই পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে । ব্যাঙ্কের নিয়মাবলী থেকে শুরু করে গ্যাসের দাম এবং বুকিং -এর সিস্টেমেও পরিবর্তন আসতে চলেছে ।

ক) রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম দিকে পরিবর্তিত হয়। গত মে এবং জুন মাসে সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এপ্রিলে এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছিল। এর পরে জুলাই মাসে আবার গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। জানুয়ারী থেকে এখনও পর্যন্ত, দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা থেকে বেড়ে ৮৩৪ টাকায় দাঁড়িয়েছে।

Advertisement

খ) এটিএম থেকে টাকা তুলতে আগস্ট থেকে আরও বেশি খরচ করতে হবে। এটিএম ইন্টারচেঞ্জ ফি ১৫ টাকার পরিবর্তে বাড়িয়ে ১৭ টাকা করা হচ্ছে।

গ)  এবার থেকে ছুটির দিনেও মাস মা্িনে মিলতে পারে কর্মীদের । ন্যাশনাল অটেমেটিক সেটেলমেন্ট সিস্টেম (ন্যাচ) এবার থেকে সপ্তাহে সাত দিন কাজ করবে। বর্তমানে এই সুবিধা শুধুমাত্র ব্যাঙ্ক খোলা এমন দিনগুলিতে মেলে। ফলে ব্যাঙ্ক হলিডে-তে বেতন, ইএমআই, বিল পেমেন্টে সমস্যা হয়। কিন্তু এবার থেকে ছুটির দিনেও তা কাজ করবে।

ঙ) ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আগস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্কিংয়ের জন্য চার্জ নিয়ে নেবে। এর অধীনে, পরিষেবা শুল্ক ২০ টাকা এবং বিভিন্ন ধরণের পরিষেবার জন্য জিএসটি চার্জ করা হবে।

চ) আইসিআইসিআই-এর হোম শাখায় মাসে ১ লক্ষ টাকা নগদ তোলার পর থেকে প্রতি লেনদেনে সর্বনিম্ন ১৫০ টাকা করে চার্জ করা হবে। প্রতি এক হাজার টাকায় শুল্ক হিসাবে পাঁচ টাকা কাটা হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ