আন্তর্জাতিক 

কেরালার বিধ্বংসী বন্যায় পাশে থাকার বার্তা রাশিয়ার

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেরালার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে এবার  উদ্বেগ প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে কেরালার পাশে থাকার বার্তা পৌঁছে দিল। রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে কেরল ইস্যুতে রাশিয়া সমব্যথী৷  এত মানুষের মৃত্যু ও এই বড় মাপের ক্ষতিতে রাশিয়া উদ্বিগ্ন৷

চিঠিতে আরও বলা হয়েছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে রাশিয়া৷ ভারতের মতো সহানুভূতিশীল ও বন্ধু দেশের এই ক্ষতিতে রাশিয়ার মানুষ পাশেই রয়েছেন৷ পুতিন বলেন দ্রুত এই সংকট কাটিয়ে উঠুক ভারত ৷ গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরল ৷ ইশ্বরের ভূমিতে বন্যা ও ধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাপিয়ে গিয়েছে৷ বাস্তুহারা হাজার হাজার মানুষ৷ জলবন্দি লক্ষাধিক৷ রাজ্যের ১৪টি জেলার মধ্যে ১৩টি জেলা জলের তলায়৷

Advertisement

মুখ্যমন্ত্রী দফতর সূত্রে খবর, কেরলে ইতিমধ্যে ক্ষতির পরিমান ১৯,৫০০ কোটি টাকা ছুঁয়েছে ৷প্রধানমন্ত্রী বন্যা বিধ্বস্ত কেরলের পরিস্থিতি পরিদর্শনের পর ১০০ কোটির বরাদ্দ বাড়িয়ে ৫০০ কোটি করেন৷ পাশাপাশি বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের কথা ঘোষণ করেন৷ তবে, এই ঘোষণায় একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

বন্যার গ্রাসে থাকা কেরলের ত্রাণ শিবিরে যেখানে খাদ্য সরবরাহের আকাল, যেখানে জামাকাপড়-ওষুধের খামতি দিনে দিনে বাড়ছে, সেখানে কেন্দ্রের বরাদ্দ টাকা ঘাটতি মেটাতে পর্যাপ্ত নয় বলে প্রশাসনের তরফে জানান হয়েছে৷

বিভিন্ন রাজ্য থেকে কেরলে ত্রাণ পৌছচ্ছে৷ কর্ণাটক,তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ উজার করেই কেরলের পাশে দাঁড়িয়েছে৷ দিল্লি,পুঁদুচেরি থেকে সাহায্য আসছে৷ বিদেশ থেকেও টাকা পাঠান হচ্ছে৷ যাতে সাহায্যের পরিমাণ আরও বাড়ে তার জন্য বন্যাবিধ্বস্ত কেরলকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবিও তুলেছেন রাহুল গান্ধী । অন্যদিকে কেন্দ্র সরকার কেরালার এই বিধ্বংসী বন্যাকে গুরুতর প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছে । তবে জাতীয় বিপর্যয় ঘোষণা না করার ফলে বিশ্ব থেকে সাহায্য তেমনভাবে পাওয়া যাবে না। তবে সংযুক্ত আরব-আমীর শাহী কেরালার পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 1 =