কলকাতা 

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা দিন কলকাতায় নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় এবার আরও কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সাত দিনের মধ্যে মুখবন্ধ খামে সেই পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিতের দেহ শনাক্ত করা যায়নি বলে হাই কোর্টে অভিযোগ জানিয়েছিল তাঁর পরিবার।

মঙ্গলবার শুনানিতে হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, অভিজিতের ডিএনএ পরীক্ষা করতে হবে। কলকাতার কম্যান্ড হাসপাতাল নমুনা সংগ্রহ করবে। তার পর সেই নমুনা পাঠানো হবে সিএফএসএল (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি)-এর কাছে। সেখানেই নমুনা পরীক্ষা হবে। এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতের কাছে। এই পরীক্ষাটি অগ্রাধিকারের সঙ্গে করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অভিজিতের দেহ শনাক্ত করার জন্য এই পরীক্ষা জরুরি বলেই জানিয়েছেন বিচারপতিরা।

Advertisement

উল্লেখ্য, ভোট গণনা দিন গত ২মে কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়েছিলেন বলে অভিযোগ । সেই মামলায় আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ডিএসএ পরীক্ষার নির্দেশ দিল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ