কলকাতা 

পুজোর আগেই কী শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হবে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দূর্গাপুজোর আগেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার চালু হয়ে যেতে পারে ? এমনই সম্ভাবনার কথা বলছেন কর্তৃপক্ষ ।  জানা গিয়েছে জুলাইতেই ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মেট্রো চালাতে পারে কর্তৃপক্ষ। এরপর সব ঠিকঠাক থাকলে অক্টোবরের আগেই সাধারণ মানুষের জন্যে পরিষেবা চালু করে দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

এখন কেবলমাত্র পূর্বমুখী সুড়ঙ্গটি ব্যবহার করে শিয়ালদা থেকে ফুলবাগান পর্যন্ত ট্রায়াল রান চলবে মেট্রোর। ফুলবাগান-শিয়ালদা রুটে মেট্রো চলাচল যাত্রীদের জন্যে কতটা নিরাপদ, তা নিশ্চিত করতে তৃতীয় কোনও সংস্থার শংসাপত্র প্রয়োজন। এরপর কমিশনার অব সেফটির পরীক্ষাতেও পাশ করতে হবে এই রুটকে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর সময়ে অক্টোবরে চালু হয়ে যাবে মেট্রো।

Advertisement

জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য থাকছে ৯টি সিঁড়ি। ২৮টি এসকালেটর থাকছে। এছাড়াও স্টেশনে থাকছে ২৭টি টিকিট কাউন্টার। বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকছে। স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৫টি লিফট। মেট্রো স্টেশনে ৩টি প্ল্যাটফর্ম রাথা হয়েছে। কর্তৃপক্ষের আশা, আগামী ৪ মাসের মধ্যে শেষ হয়ে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির বাকি কাজ।

মনে করা হচ্ছে , শিয়ালদহ থেকে মেট্রোপ পরিষেবা চালু হয়ে গেলে কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও আর্কষণীয় হয়ে উঠবে ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ