দেশ 

কেরালার বন্যাদূর্গতদের সাহায্যে অফলাইনেও গুগল ম্যাপ পরিষেবা অব্যাহত থাকবে, ফলে উদ্ধার কাজ তদারকীতে গুগলের এই পরিষেবা কাজে লাগবে

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেরলের বন্যাদুর্গতদের জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল গুগল। শনিবার গুগল জানিয়েছে যে,  বন্যা হওয়ার কারণে কেরালার সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অফলাইনেও গুগলের পরিষেবা অব্যাহত থাকবে। এর ফলে বন্যার কবলে পড়া কোনো ব্যক্তি তাঁর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে নিজের জায়গার প্লাস কোড যোগ করে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

কী ভাবে চলবে এই পদ্ধতি? গুগল জানিয়েছে, ব্যবহারকারী তাঁর জায়গাটির কোড এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এই প্লাস কোড অন্য কিছুই নয়, এটা হল রাস্তার ঠিকানার মতোই। যখন কোনো ব্যবহারকারী অচেনা জায়গায় রয়েছেন, তখন গুগল ম্যাপের মাধ্যমেই ওই প্লাস কোড শেয়ার করতে পারবেন।

Advertisement

শহরের নাম বা ৬-৭টি শব্দ দিয়েই তৈরি হয় এই প্লাস কোড। ঠিক কোন জায়গাটিতে কোনো ব্যক্তি অবস্থান করছেন গুগল ম্যাপে সেই জায়গাটিতে স্পর্শ করলেই একের পর এক সম্ভাব্য ঠিকানা চলে আসে। নির্দিষ্ট ঠিকানায় স্পর্শ করলে এই প্লাস কোড পাওয়া যায়। তবে এই পদ্ধতি পুরনো হলেও কেরলের মানুষের জন্য অফলাইনে এই পরিষেবা অব্যাহত রেখে মানবিকতার পরিচয় দিল গুগল।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + sixteen =