দেশ 

বিধ্বস্তী বন্যায় কেরালায় আটকে পড়েছে প্রায় তিন লক্ষ বাঙালি শ্রমিক ; পশ্চিমবঙ্গ সরকার তাদের নিরাপেদে ফিরিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ভয়াবহ বন্যায় কেরলে আটকে রয়েছেন এ রাজ্যের প্রায় তিন লক্ষ শ্রমিক। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে । কেরলে প্রায় ১০ লক্ষ বাঙালি থাকেন। এঁদের মধ্যে এর্নাকুলম জেলায় আটকে রয়েছেন এই তিন লক্ষ শ্রমিক। এই সব বাঙালিরা  স্থানীয় ভাষা না জানার কারণে তাদের সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। তাঁদের কাছে ঠিকঠাক সাহায্য পৌঁছোচ্ছে না বলেও খবর।

তবে কেরলে বসবাসকারী বাঙালি, বিহারী এবং ওড়িয়াদের জন্য ফেসবুকে একটি পেজ চালু করা হয়েছে। ‘কেরল ফ্লাড মাল্টিলিঙ্গুয়াল কল সেন্টার’ নামক সেই ফেসবুক পেজে, যাবতীয় তথ্য দেওয়া হচ্ছে। আটকে পড়া মানুষজন এই ফেসবুক পেজের সাহায্য নিতে পারেন বলে জানানো হয়েছে।

Advertisement

এদিকে পশ্চিমবঙ্গ সরকার কেরালায় বসবাসকারী বাঙালিদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছে । ইতিমধ্যে ভারতীয় রেল কেরালা থেকে বাঙালিদের কলকাতায় আনার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে রাজ্যের মুখ্যসচিব প্রতিনিয়ত কেরালা সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে । সেই সঙ্গে রাজ্যের সব ব্লকে বিডিওদের নির্দেশ পাঠানো হয়েছে তাদের এলাকায় কত মানুষ কেরালায় আছে তার পরিসংখ্যান দেওয়ার জন্য।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × one =