দেশ 

উত্তরপ্রদেশে দলের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগী মোদি, গদি ছাড়তে নারাজ যোগী, তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে সংকটে দল!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সদ্যসমাপ্ত উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর মোদি – শাহ দুজনেই চেয়েছিলেন’ যোগীর অপসারণ। আর এতেই উত্তরপ্রদেশের মুখিয়া যোগীর সঙ্গে মোদির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

উত্তরপ্রদেশ রাজনীতির যারা খোঁজ-খবর রাখেন তারা বলছেন নমামি গঙ্গা প্রজেক্ট এর বিজ্ঞাপন থেকে মোদির ছবি সরিয়ে দেয়া হয়েছে সেখানে শুধুমাত্র যোগী এবং যোগী মন্ত্রিসভার দুই উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপির সভাপতির ছবি রয়েছে। উত্তর প্রদেশ রাজ্য বিজেপির ওয়েব সাইটেও এই ছবি জ্বলজ্বল করছে বলে রাজনৈতিক মহল দাবি করেছে। এ থেকে প্রশ্ন যে মোদি যোগীর মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে।

Advertisement

গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ খুঁজতে গিয়ে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দুজনই চেয়েছিলেন যোগী কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে।

অন্তত ২০২২ এর নির্বাচনে নতুন মুখ এনে উত্তরপ্রদেশ জেতার লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা এই প্রস্তাব দিয়েছিলেন। এর পরেই দেখা যায় দিল্লি নেতৃত্বের সঙ্গে উত্তর প্রদেশ বিজেপি নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। উত্তরপ্রদেশের বিজেপির সভাপতি প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যোগী আদিত্যনাথ এর চেয়ে এত ভালো মুখ্যমন্ত্রী এই রাজ্যে আর কেউ হতে পারবে না। এর ফলে মোদির সঙ্গে যোগীর অন্তর বিরোধ প্রকাশ্যে চলে আসে।

তারপর দেখা যায় উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে নমামি গঙ্গা নামে কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট হয়েছে সেই সব প্রজেক্ট এর বিজ্ঞাপন থেকে মোদির ছবি বাদ দেয়া হয়েছে। মোদির ছবি বাদ দেওয়াকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতি এখন উত্তাল হয়ে পড়েছে। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজ করে মোদিকে স্পষ্ট বার্তা দিলেন তাঁকে সরানোর চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 9 =