দেশ 

জনরোষের চাপেই মোদি সরকার ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে : অখিলেশ যাদব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জনরোষের চাপেই মোদি সরকার ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজ মঙ্গলবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি বলেন এবার তিনি ভ্যাকসিন নেবেন কারণ দেশের সব মানুষের জন্য কেন্দ্র ফ্রিতে থাকছেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাই তিনিও ভ্যাকসিন নিতে চান। আগেই অখিলেশ যাদব বলেছিলেন তিনি ভ্যাকসিন নেবেন না।

মঙ্গলবার টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘‘জনরোষের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সরকার টিকার রাজনীতিকরণের থেকে সরে এসে সরকার টিকাকরণের সব দায়িত্ব নেওয়ার কথা জানাল অবশেষে। আমরা বিজেপির টিকার বিরুদ্ধে। কিন্তু ‘ভারত সরকার’-এর টিকাকে স্বাগত জাaনাচ্ছি। এবার আমরাও টিকা নেব। পাশাপাশি টিকার ঘাটতির কারণে যাঁরা টিকা নিয়ে উঠতে পারেননি, তাঁদেরও আলাদা করে টিকা নেওয়ার অনুরোধ জানাব।’’

Advertisement

সোমবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবার থেকে টিকাকরণের জন্য রাজ্য সরকারগুলিকে আর কোনও অর্থ ব্যয় করতে হবে না। ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে টিকা দেবে ভারত সরকার। এখন থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশ কিনবে কেন্দ্র। সেই ভ্যাকসিন বিনামূল্যে তুলে দেওয়া হবে রাজ্য সরকারগুলির হাতে। রাজ্য সরকারকে ভ্যাকসিনের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। এই প্রক্রিয়া আগামী ২১ জুন যোগ দিবস থেকে শুরু হবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 1 =