কলকাতা 

বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে হঠাৎ দিল্লিতে তলব, বৈঠক করলেন অমিত শাহ ও জে পি নাড্ডার সঙ্গে, রাজ্য বিজেপির অন্দরমহলে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হঠাৎ দিল্লিতে রাজ্যের বিজেপি নেতা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে তলব করায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মেনে নিতে চাইছেন না বিজেপির বিধায়কদের একটা অংশ। এইসব বিধায়করা এ নিয়ে অমিত শাহর কাছে অভিযোগ করেছেন। তারপরেই দিল্লিতে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানোয় রাজ্য রাজনীতিতে চমক তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। তিনি তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। আলোচনার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। জানা গেছে আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠেছে রাজ্য সভাপতি কে তলব না করে কেন বিরোধী দলনেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হলো। এমনিতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বনিবনা যে খুব ভালো তা মনে হয় না। তা সত্ত্বেও শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হলো কেন এ নিয়ে বিজেপির অন্দর মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

অন্যদিকে জানা গেছে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদ সম্ভবত মুকুল রায় পাচ্ছেন এ বিষয়ে দিল্লি নেতৃত্ব একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মুকুল রায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হলে শাসক তৃণমূল দলের সঙ্গেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন।

এ বিষয়ে কথা বলার জন্যই কি শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করা হলো তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে রাজ্য বিজেপির নেতৃত্ব।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 2 =