কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘‘নির্বাচন কমিশনের গাফিলতিতে মানুষ ভাল নেই ’’ : অনুপম রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে করোনা মহামারির বৃদ্ধির নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন । তিনি বলেছিলেন কমিশন আট দফায় ভোট করতে গিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি করেছে । মমতার বক্তব্যকে অনেকে রাজনৈতিক বক্তব্য বললেও শেষ পর্যন্ত তাকে মান্যতা দিয়েছেন অনেক বৃদ্ধিজীবী । এবার মমতার সুরে সুর মেলালেন গায়ক অনুপম রায় । তিনি ডিজিটাল আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘অতিমারি তো চলছিলই। তার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচন এই অতিমারিকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচন কমিশনের গাফিলতিতে মানুষ ভাল নেই।’’

জাতীয় পুরস্কারজয়ী শিল্পী নির্বাচন কমিশনের বাইরেও মানুষের ভাল না থাকার আরও কিছু কারণ উল্লেখ করেছেন। যেমন, গত ১ বছর ধরে বাংলায় দাপটে রাজ্যপাট চালাচ্ছে করোনা। যার জেরে অসংখ্য মৃত্যুমিছিল। সংক্রমণ। শিক্ষাব্যবস্থা স্তব্ধ। রোগ ঠেকাতে লকডাউন। শিল্পী থেকে চাকুরিজীবী, সবার সংসার অচল। ক্রমশ ভাঙছে অর্থনৈতিক পরিকাঠামো। অনুপমের আক্ষেপ, যা-ও বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল তাকে ফের লাগামছাড়া করল ২০২১-এর বিধানসভা নির্বাচন।

Advertisement

এই পটভূমিতেই শিল্পীর নতুন গান ‘মানুষ ভাল নেই’। যদিও অনুপম জানিয়েছেন, গত বছরেই গানটি বানিয়েছিলেন তিনি। আগামী দিনগুলো যে আরও খারাপ হবে ভাবতে পারেননি তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × five =