কলকাতা 

রাজ্যের সদ্য নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করলে রাজ্যপাল বাংলায় ভিলেন হয়ে যাবেন , বিজেপি বাংলা থেকে মুছে যাবে !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি :  রাজভবনে বসে হুংকার দিচ্ছেন ছোটলাট । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে তিনি চুপ থাকবেন না । ব্যবস্থা নেবেন । তিনি কী ব্যবস্থা নিতে পারেন ? তিনি রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পাঠিয়ে দাবি করতে পারেন এই রাজ্যে সংবিধানের শাসন নেই , সুতরাং এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক । মনে রাখতে হবে মাত্র কয়েক দিন আগে বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতাসীন হয়েছে তৃণমূল । কংগ্রেস শাসক ও বিরোধী দলের মধ্যে আসনের তফাৎ রয়েছে ১৩৮টি আসনের । অর্থাৎ বিজেপিকে এই রাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে । এই পরিস্থিতিতে যদি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল তা যে বাঙালিরা মেনে নেবে না , এ নিয়ে কোনো সন্দেহ নেই ।

বাঙালি অস্মিতাটা এবার বাম-কংগ্রেস স্পষ্ট বুঝতে পেরেছে , তাই তারাও এ পদক্ষেপের নিন্দা করেছে । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি নিজেই বলেছেন, করোনা পরিস্থিতিতে যেভাবে মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি । আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিজেপি দল যদি রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা করে তাতে পুরো ফায়দা লুঠবে মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ কোভিড পরিস্থিতিতে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হলে এই পরিস্থিতি সামাল দিতে পারবে না কেন্দ্র সরকার । বাংলায় মৃত্যু মিছিলে বেড়েই যাবে ।ফলে কেন্দ্রের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও আছড়ে পড়বে । সুতরাং ৩৫৬ ধারা জারি করা হলে তা হবে মমতার কাছে আর্শীবাদ স্বরূপ ।

Advertisement

রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভাল নেই , ফলে এই কেন্দ্র শাসন জারি হলে মমতা অনেকটাই দায় থেকে মুক্ত হবেন । আর কোভিড মোকাবিলা যে কেন্দ্র সরকার সঠিকভাবে করতে পারছে না তা কোনো বির্তক নেই । খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত একথা স্বীকার করে নিয়েছেন । সুতরাং যারা ভাবছেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে তারা আসলে ঠিক ভাবছেন না , কারণ রাষ্ট্রপতি শাসন জারি করলে তার দায় পুরোপুরি এবার পড়বে মোদী-শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের উপরে । আর কোভিড মোকাবিলায় যে কেন্দ্র ব্যর্থ তা নিয়ে কোনো সন্দেহ নেই । বাংলায় রাষ্ট্রপতি শাসন হলে সেখানেও তারা সফল হবেন না । ফলে মানুষের রাগ গিয়ে বিজেপির উপর । একথা জোর দিয়েই বলতে পারি রাষ্ট্রপতি জারি করা হলে বিজেপি এই বাংলা থেকে মুছে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =