কলকাতা 

সম্ভাব্য ঈদের দিনে ভোট নয় বাঙালি সমাজের এই দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন সামশেরগঞ্জ জঙ্গিপুরে ১৬ মে ভোট করানোর সিদ্ধান্ত নিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সামশেরগঞ্জ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিন পরিবর্তন করল নির্বাচন কমিশন। দুটি কেন্দ্রের প্রার্থীর অকাল মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে নির্বাচন কমিশন এই দুটি কেন্দ্রে ১৩ ই মে সম্ভাব্য ঈদের দিনে ভোট গ্রহণ করার কথা বলেছিল। কিন্তু মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির কারণে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সেই তারিখ পরিবর্তন করে ১৬ ই মে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এর মৃত্যুর কারণে এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করে দেয়া হয়েছে। এই দুই প্রার্থী মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। নির্বাচন কমিশন প্রথমে ১৩ ই মে  কেন্দ্র দুটিতে ভোট নেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু 13 ই মে ঈদের সম্ভাব্য দিন কিংবা ঈদের আগের দিন মুসলিম প্রধান দুই বিধানসভা কেন্দ্রে ঈদের আগের দিন বা ঈদের দিনে ভোট নেয়া হলে তা ভালো নয় বলে উৎসবের দিন ভোট নেয়া উচিত নয় বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে।

Advertisement

সামাজিক গণমাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সাধারণ মানুষের দাবি দাবি কে মান্যতা দিয়ে ১৩ ই মে এর পরিবর্তে ১৬ই মে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন গুলির স্বাগত জানিয়েছেন একই সঙ্গে রাজনৈতিক দলগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য আগামী ২৬ শে এপ্রিল সপ্তম দফায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট ছিল। কিন্তু সামশেরগঞ্জ এর কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী অকাল মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। আজকের নির্বাচন কমিশনের ঘোষণা মত এই দুই কেন্দ্রে আলাদা করে ভোট হবে আগামী ১৬ ই মে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =