দেশ 

পাটনা এইমস ও মেডিকেল কলেজে দুই হাসপাতালের ৫০০-এর বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত , স্বাস্থ্য পরিষেবায় বিপর্যয় নেমে আসার আশংকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : করোনার সুনামীতে দিশেহারা দেশ । একের পর এক সংকট দেখ দিয়েছে । একদিকে অক্সিজেনের সংকট , অন্যদিকে মৃতদেহ দাহ করার সংকট । আবার সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে চিকিৎসকদের অসুস্থ । শয়ে শয়ে চিকিৎসক আক্রান্ত হয়ে চলেছে । এরফলে স্বাস্থ্য পরিষেবা শিকেয় উঠতে চলেছে । ইতিমধ্যে বিহারের পাটনার দুই বড় হাসপাতালের প্রায় ৫০০ -এর বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে । ফলে বিহারের স্বাস্থ্য পরিষেবার উপর নেমে এসেছে চূড়ান্ত বিপর্যয়। এর জেরে ওই দুই হাসপাতালে চিকিৎসা পরিষেবা বলতে গেলে বন্ধ হওয়ার মুখে।

সংক্রমিতরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর পটনা শাখা এবং পটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মরত। পটনা এমস-এর সুপারইনটেন্ডেন্ট সিএম সিংহ জানিয়েছেন, চিকিৎসক, নার্স এবং সাফাইকর্মী মিলিয়ে তাঁদের মোট ৩৮৪ জন কর্মী করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন।

Advertisement

পটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সুপারইন্টেন্ডেন্ট ইন্দুশেখর ঠাকুর জানিয়েছেন, তাঁদের মোট ১২৫ জন কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৭০ জন চিকিৎসক। নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৫৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন। সংক্রমিত কর্মীদের হাসপাতালের তরফেই নিভৃতবাসে পাঠানো হয়েছে।

নোভেল করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়াবহ পরিস্থিতি গোটা দেশে। বিহারেও তার প্রভাব পড়েছে। বুধবার সেখানে নতুন করে ১২ হাজার ২২২ জন সংক্রমিত হন। মারা যান ৫৬ জন করোনা রোগী। গত বছরের শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৩ লক্ষ ৫৪ হাজার ২৮১ জন মানুষ সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৯৭ জন করোনা রোগী।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ