দেশ 

“এবার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে, মানুষের প্রাণ, অর্থ, স্বাস্থ্য নষ্ট হবে,আর কিছু শিল্পপতি ফায়দা তুলবেন” মোদীর টিকাকরণ কর্মসূচি নিয়ে রাহুলের খোঁচা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক । গত ২৪ ঘন্টায় ২ লাখ ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনায় । মারা গেছে ২০২৩ জন । মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে । কিন্ত কেন এমন হল ? কয়েক মাস আগে মনে হয়েছিল দেশ থেকে করোনা বিদায় নিয়েছে । আর দ্বিতীয় ঢেউয়ে কার্যত দেশের মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন অসহায় হযে পড়েছে । অথচ একটু তৎপরতার সঙ্গে বিষয়টি কেন্দ্র সরকার পদক্ষেপ করলে আজকের পরিস্থিতি তৈরি হতো না । এনিয়ে রাহুল গান্ধী বহুবার মোদী সরকারকে অনুরোধ করেছেন । মনমোহন সিংহও অনুরোধ করেছেন । তাঁদের কারও্ অনুরোধকে বার্তা দেয়নি মোদী সরকার । ফলে আজ ভয়াবহ পরিস্থিতি তৈরি হল । এবার টিকাকরণের পদ্ধিতি নিয়েও প্রশ্ন তুললেন রাহুল গান্ধী । তিনি টিকাকরণকে নোটবন্দীর সঙ্গে তুলনা করেছেন ।

নোটবন্দির সময় মানুষকে যে সমস্যায় পড়তে হয়েছিল, পরিকল্পনার অভাবে এবারও তাই হতে চলেছে বলে ইঙ্গিত করেন রাহুল। টুইটে তিনটি পয়েন্ট তুলে তিনি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরার চেষ্টা করেন। তিনি লিখেছেন, “এবার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে। মানুষের প্রাণ, অর্থ, স্বাস্থ্য নষ্ট হবে। আর কিছু শিল্পপতি ফায়দা তুলবেন।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − 15 =