দেশ 

হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , হোলি-দোল-শবেবরাতে ভিড় নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশে কোভিড পরিস্থিতি ক্রমশই খারাপের দিকেই যাচ্ছে । এই পরিস্থিতিতে হোলি এবং দোল উৎসবের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র । ভিড় নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি ব্যবস্থা করতে রাজ্যগুলিকে বলেছে কেন্দ্র । সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে সতর্ক করেছেন। একগুচ্ছ নির্দেশও দিয়েছেন তিনি।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আগামী দিনে হোলি , শবে বরাত, ফসল রোপণ, ইস্টার, ইদ-উল-ফিতরের মতো নানা উৎসব রয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সমস্ত উৎসবের সময়ে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উৎসবের সময়ে মাস্ক পরা, সামাজিক দূরত্বের মতো করোনা বিধিগুলি যাতে কড়াভাবে পালন করা হয়, তা নিশ্চিত করতে হবে।’ জেলা এবং পুলিশ প্রশাসনের কাছে নজর দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − seven =