প্রচ্ছদ 

প্রথম দফার ভোটগ্রহণের শুরু থেকেই তৃণমূল ও প্রশান্ত কিশোরের সংস্থার পক্ষ থেকে একাধিক অনিয়মের অভিযোগ উঠল, কী সেই অভিযোগ জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোটগ্রহন পর্ব চলছে । সকাল থেকেই নানা অনিয়মের অবিযোগ উঠতে থাকে । অভিযোগ বেশি করা হয়েছে শাসক তৃণমূল কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে । একাধিক জায়গা থেকে ইভিএম মেসিন খারাপের অভিযোগ আসতে থাকে । আজ সকালেই তৃণমূল কংগ্রেস ও প্রশান্ত কিশোরের সংস্থা রাজ্যের তিরিশ বিধানসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ চলছে তার কোথায় কোথায় কী কী সমস্যা হচ্ছে তার তালিকা প্রকাশ করে । প্রসঙ্গত, নির্বাচনের আগে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি হয়ত ইভিএম মেশিন খারাপ করে দেওয়ার চক্রান্ত করতে পারে। প্রথম পর্যায়ের ভোট শুরু হতেই দেখা গেল সেই চিত্র। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে মমতা শিবির যেখানে বেশি ভোট পাবে সেখানেই মেশিন খারাপ করে দেওয়া হচ্ছে।

তৃণমূলের অভিযোগের তালিকায় কোন কোন জায়গা আছে : 
  • সিআরপিএফ ভোটারদের ভয় দেখাচ্ছে অভিযোগ তৃণমূলেন । পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথিতে ২৫৯ নম্বর বুথে ভোটারদের ভোট দানে বাঁধা দিচ্ছে সিআরপিএফ, এমনটাই অভিযোগ তৃণমূলের।
  • পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় ১৬৭ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না বিজেপি এবং প্রিসাইডিং অফিসার তাঁদের সমর্থন করছে এমন অভিযোগ তৃণমূলের।
  • গড়বেতার ৮০ ও ৮১ নম্বর বুথে ভোট কেন্দ্রে ঢুকে পড়েছে ২০ জন বিজেপি সমর্থক, এমন অভিযোগ উঠল।
  • কাঁথি দক্ষিণের ১২৮ নম্বর ওয়ার্ডে বিএসএফ ভয় দেখাচ্ছে ভোটারদের, অভিযোগ মমতা শিবিরের।

এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথিতে ভিভিপ্যাট নিয়ে বড় অভিযোগ উঠল। অনেক ভোটার অভিযোগ করেছেন যে তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে চলে যাচ্ছে অভিযোগ করে অনেক ভোটার।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − sixteen =