কলকাতা 

বন দপ্তরে নিয়োগে অনিয়ম ও দূনীর্তি রুখতে আলাদা পর্ষদ তৈরি করছে রাজ্য, প্রতিটি পঞ্চায়েত এলাকায় একজন অরণ্য বন্ধু নিয়োগ করবে সরকার

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  নিয়োগে দুর্নীতি ও অনিয়ম এড়িয়ে শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য রাজ্য সরকার তৎপর হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে কর্মীর অভাবে দপ্তরের কাজ ঠিক মত হচ্ছে না। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকার এবার বন দপ্তরের নিয়োগে জন্য আলাদা পর্ষদ তৈরির করা উদ্যোগ নিয়েছে।
নিজস্ব নিয়োগ পর্ষদের মাধ্যমে বনরক্ষী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের যে সব রেঞ্জে এই স্তরে শূন্যপদ রয়েছে সেখানে এই পর্ষদের মাধ্যমে স্থানীয় গ্রামের যুবকদের বনরক্ষী হিসাবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বন দপ্তরের এই নিয়োগ পর্ষদ রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে অরন্য বন্ধু নিয়োগ করবে বলেও সূত্রের খবর। অরন্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়োগের পরে তাদের প্রশিক্ষণও দেওয়া হবে।

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + one =