দেশ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমের বিজেপি সরকারের পুলিশ মামলা করে স্বাধীন ভারতে নজীর স্থাপন করল, প্রশ্ন উঠেছে বাক স্বাধীনতা কী কেড়ে নিতে চাইছে বিজেপি ?

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে ভালভাবে নেয়নি ভারতীয় জনতা পার্টি। তারা বিজেপির যুব মোর্চাকে সামনে রেখে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । এবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এফআইআর করল অসম পুলিশ যা এক কথায় নজীরবিহীন বলা যেতে পারে। গনতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা করার অধিকার সংবিধান প্রদত্ত । আর রাজনীতি করা তো গনতান্ত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ হিসেবে দেশের কোথাও কোন সংকট হলে তা নিয়ে মুখ খুলতেই পারে। এনআরসি নিয়ে মুখ খোলার দায়ে যেভাবে অসম পুলিশ মামলা সাজিয়েছে তা কী শোভনীয় এই প্রশ্ন তুলছেন বাংলার সাধারণ মানুষ ?

সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, ১২০বি, ১৫৩এ, ২৯৪ ও ৫০৬ নম্বর ধারায় পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অসম পুলিশ। তিনটি পৃথক থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে। ১২০বি ধারায় মানে অপরাধমূলক ষড়যন্ত্র, ১৫৩এ মানে দুই গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক মন্তব্য করে শত্রূতা বৃদ্ধি করা, ২৯৪এ অর্থাৎ উস্কানিমূলক মন্তব্য ছাপিয়ে প্রচার করা এবং ৫০৬ অর্থাৎ অপরাধমূলক হিংসায় মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 5 =