জেলা 

উত্তরবঙ্গে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে নবান্ন অভিযানের প্রস্ততি দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে ২১ নভেম্বর থেকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযানকে সফল করার জন্য শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামের নেতৃত্বে এক ঝাঁক নেতা উত্তরবঙ্গ সফর করেছেন । জেলার বিভিন্ন প্রান্তে চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে সভা করেছেন । মুর্শিদাবাদ থেকে যে সভার সূচনা হয়েছিল তা শেষ হয়েছে কোচবিহারে গিয়ে । এবার মইদুল ইসলামরা দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে সভা করতে চলেছেন । নবান্ন অভিযানের প্রস্ততি সভা হিসাবে উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ।

আজ ১৩ নভেম্বর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সমস্ত পদাধিকারীরা জলপাইগুড়ির জল্পেশে এক জরুরি সাংগঠনিক বৈঠক করার পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় । সেই ঘোষণা অনুযায়ী এবার দক্ষিণবঙ্গে নবান্ন অভিযানের প্রস্ততি সভা করতে চলেছ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ । কর্মসূচি গুলি হলো :

Advertisement

২১/১১/২১—পূর্ব মেদিনীপুর,

২২/১১/২০—পশ্চিম মেদিনীপুর,

২৩/১১/২০—ঝাড়গ্রাম,

২৪/১১/২২—পুরুলিয়া,

২৫/১১/২০—বাঁকুড়া,

২৭/১১/২০—দুই বর্ধমান,

২৮/১১/২০—হুগলী

,২৯/১১/২০—হাওড়া,

৩০/১১/২০—নদিয়া,

০১/১২/২০—উত্তর ২৪ পরগনা,

০২/১২/২০—দক্ষিন ২৪ পরগনা,০

৭/১২/২০—বীরভুম

প্রস্ততি সভাগুলি শেষ হয়ে যাওয়ার পরেই জেলাশাসক দপতর অভিযান শুরু হবে ৮ ডিসেম্বর থেকে ।

এ প্রসঙ্গে সংগঠনের নেতা মইদুল ইসলাম বলেছেন,সময়ের দাবি মেনে সকলের দাবি আদায়ের লক্ষ্যে বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মী ও প্রশিক্ষকদের মহাজোট গঠন করতে বাধ্য হয়েছি আমরা৷ বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মীও প্রশিক্ষকদের মহাজোটই পারবে প্রত্যেকের দাবি আদায় করতে৷ প্রশাসনের ক্ষমতা হবে না আমাদের আন্দোলনকে দমানো বা বলপ্রয়োগ করার৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + 13 =