কলকাতা 

ভোট এলেই আদিবাসী ও মতুয়াদের কথা মনে পড়ে বিজেপির : ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট এলেই আদিবাসী , দলিত ও মতুয়াদের কথা মনে পড়ে যায় অমিত শাহদের আজ বৃহস্পতিবার এই ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি আজ বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে লক্ষ্য রাখুন দেখতে পাবেন এই সব রাজ্য দলিতদের উপর নির্যাতনে প্রথম সারিতে আছে । রাজস্থানে যখন বিজেপি ক্ষমতায় ছিল তখন সেখানে দলিতরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে । যা দেশের মধ্যে রের্কড । এরপর গুজরাট মডেলের দিকে তাকিয়ে দেখুন সেখানেও দলিতদের উপর অত্যাচার চলছে , আর উত্তরপ্রদেশের কথা নতুন করে না বলায় ভাল ।

ফিরহাদ হাকিম এদিন জোর দিয়ে বলেন , এসব করে মানুষের মন পাওয়া যায় না । অমিত শাহরা ভোটের সময় আসেন গিমিক তৈরি করেন । আবার চলে যান । মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং থাকবেন । এটাই স্বাভাবিক । তাই আগামী বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন । এটা আমাদের দৃঢ় বিশ্বাস । মানুষ মমতার সঙ্গে আছেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 6 =