জেলা 

অমিত শাহের বাঁকুড়া সফরের দিনেই গীতা মাহালির হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিল রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অমিত শাহের বাঁকুড়া সফরে গিয়ে যখন এক আদিবাসীর বাড়িতে খাচ্ছেন ঠিক সেই সময় গীতা মাহালির হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল । ২০১৭ সালে উত্তরবঙ্গ সফরে এই গীতা মাহালির বাড়িতেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার তাঁকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।  গীতা মাহালি সাংবাদিকদের জানান, ওই দিনের পর থেকে তৃণমূল ছাড়া আর কেউ খোঁজ নেয়নি তাঁদের।

২০১৭ সালের এপ্রিলে উত্তরবঙ্গ সফরে এসে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। গীতা মাহালির দাওয়ায় বসে আহার করেছিলেন শাহ-সহ বিজেপি নেতৃত্ব। তার পর কেটে গিয়েছে ৩টে বছর। বৃহস্পতিবার গীতা মাহালির হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।  এর পর গীতা মাহালি জানিয়েছেন, গত ৩ বছরে বিজেপি তাঁদের কোনও খোঁজ নেয়নি। বরং সব সময় পাশে থেকেছে তৃণমূল।

Advertisement

তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমিত শাহ মাহালি পরিবারের মধ্যাহ্নভোজ সেরে আদিবাসীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৩ বছরেও তার কিছুই হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পরিবারটির পাশে থেকেছেন।

পালটা বিজেপির তরফে জানানো হয়েছে, মাহালি পরিবারই অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্বকে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানিয়েছেন। অমিত শাহ বিদায় নিতেই পরিবারটিকে তুলে নিয়ে আসেন তৃণমূল নেতা গৌতম দেব। এর পর তাঁদের তৃণমূলে যোগদান করানো হয়। বিষয়টি নিয়ে রাজনীতি করছে তৃণমূলই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 5 =