কলকাতা 

আগষ্টের প্রথম সপ্তাহেই করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে আইসিএমআরের প্রতিনিধি দল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : করোনা সংক্রমণ নিয়ে বিস্তারিত তথ্য জানতে আবার রাজ্যে আসছে আইসিএমআর-এর প্রতিনিধিরা । রাজ্যের ১১টি জায়গায় সংক্রমনের হার অনেকটা বেড়েছে , আবার কয়েকটি জেলায় খুব কম সংক্রমণ হয়েছে এসব বিষয়েই জানার জন্য এবং অবস্থার প্রেক্ষিতে রাজ্য সরকার আর কি কি করতে পারে তা নিয়ে পরামর্শ দেবে এই প্রতিনিধি দল বলে জানা গেছে । এনিয়ে তৃতীয় দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। আইসিএমআরের সঙ্গে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা হয়েছে।

এর আগে দুদফায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে আসে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স , চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকদের নিয়ে গঠিত দলটি আগামী মাসের গোড়ায় রাজ্যে আসবে।

Advertisement

এপ্রসঙ্গে স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব-সহ কোভিড অধ্যুষিত এলাকায় করোনা ভাইরাস (Corona Virus) নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য এই পদক্ষেপ।” সরকারি হাসপাতালের পাশাপাশি কয়েকটি বেসরকারি হাসপাতালেও প্রয়োজনে পরিদর্শন করতে পারে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। জানা গিয়েছে, আইসিএমআরের প্রতিনিধি দল মূলত কলকাতা ও উত্তরবঙ্গের কয়েকটি হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করতে পারে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ