দেশ 

দিনে পাঁচ বার হনুমান চালিশা পড়লে করোনা দেশ থেকে বিদায় নেবে : সাধ্বী প্রজ্ঞা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  দিনে পাঁচবার হনুমান চালিশা জপ করলে করোনা বিদায় নেবে । দেশবাসীকে এই পরামর্শ দিলেন বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা । শনিবার টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে প্রজ্ঞা বলেন, ‘‘আসুন একজোটে আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য কামনা করি এবং করোনার জেরে তৈরি হওয়া অতিমারিকে শেষ করে দিই। ২৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে বাড়িতে বসে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করুন। ৫ অগস্ট অযোধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলে, প্রদীপ জ্বালিয়ে ভগবান রামের আরতি করে তবেই এই রীতি সম্পন্ন করুন। দেশের সমস্ত হিন্দুরা একযোগে হনুমান চালিশা পাঠ করলে, কাজ হবেই। করোনার প্রকোপ থেকে মুক্তি মিলবে। কারণ সরাসরি ভগবান রামের কাছে প্রার্থনা করছি আমরা।’’

সাধ্বী প্রজ্ঞা আরও বলেন, ‘‘৪ অগস্ট যদি লকডাউন শেষও হয়ে যায়, হনুমান চালিশা পাঠ কিন্তু ওই দিন শেষ হবে না। অযোধ্যায় ভূমিপুজো সম্পন্ন হলে তবেই তা শেষ করা যাবে। প্রদীপ জ্বালিয়ে ওই দিনটিকে দীপাবলির মতো পালন করব আমরা।’’

দেশে করোনার প্রকোপ যতই বাড়ছে ততই বিজেপির নেতারা ধর্ম ঢাল করতে চাইছেন । সাধ্বী প্রজ্ঞা শুধু একা নন, দেশ থেকে করোনা তাড়াতে গত কয়েক দিনে বেশ কিছু বিজেপি নেতা এই ধরনের মন্তব্য করেছেন। মোদী সরকারের জলসম্পদ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্প্রতি নিজের দফতরে দু’হাতে পাঁপড় নিয়ে ভিডিয়ো তুলেছেন। বিকানেরে তৈরি ‘ভাবিজি পাঁপড়’ হাতে নিয়ে তিনি বলেন, ‘‘আত্মনির্ভর ভারত প্রকল্পে এক পাঁপড় নির্মাতা এগিয়ে এসেছেন। এটি শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে, যা করোনার বিরুদ্ধে লড়বে।’’আবার অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ শুরু হলেই করোনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা। তিনি বলেন, ‘‘রাক্ষস বধের জন্য রামের জন্ম হয়েছিল। আর ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেলে করোনা অতিমারির বিনাশ পর্বও শুরু হয়ে যাবে।’’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + five =