বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

চলে গেলেন প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

চলে গেলেন দেশের কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্কর। শুক্রবার নিজের বাড়িতে ঘুমের মধ্যেই পরলোকে পাড়ি  দেন বঙ্গবিভূষণ এই শিল্পী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জুন মাসের ২৭ তারিখই তাঁর পরিবারের তরফে বিখ্যাত ওই নৃত্যশিল্পীর জন্মদিন পালন করা হয়। তারপর একমাসও কাটল না, পরিবার ও অগুণতি অনুরাগীদের মায়া কাটিয়ে চলে গেলেন তিনি।

অমলা শঙ্করের প্রয়াণের খবর  ফেসবুকে জানান তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। পাশাপাশি টুইটারেও প্রিয় ঠাকুমার ছবি দিয়ে একই কথা জানান তিনি। টুইটারে শ্রীনন্দা লেখেন, ‘‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গত মাসেই ওঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। খুব অস্থির বোধ করছি কারণ মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না। ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্যবাদ।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 2 =