কলকাতা 

দূনীতি বরদাস্ত নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানে সরানো হল জয়া দত্তকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : তুণমূল কংগ্রেস কলেজে কলেজে তোলাবাজীর ঘটনায় যে আরও কড়া অবস্থান নিতে চলেছে তার প্রকৃষ্ট উদাহরণ হল খোদ টিএমসিপির রাজ্য সভানেত্রীর অপসারণ । গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্তকে তার পদ থেকে সরানো হয়েছে। আগামী দশ দিনের মধ্যে ওই পদে নতুন কাউকে বসানো হবে। তবে জয়া দত্তকে দলের সংগঠনের কাজে লাগানো হবে বলে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। ছাত্র ভর্তির নাম করে তোলাবাজীতে প্রচন্ড বিরক্ত খোদ মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে কলকাতার চারটি কলেজের টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়া হয়। তা সত্ত্বে বিভিন্ন কলেজ থেকে আরও অভিযোগ আসতে থাকে ।

কলকাতায় ছাত্রভর্তিতে তোলাবাজী রুখতে মুখ্যমন্ত্রীকে আশুতোষ কলেজে যেতে হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারকে কলেজে কলেজে ভিজিট করতে হচ্ছে । জেলাগুলিতে পুলিশ সুপাররা বিঞ্জাপন দিয়ে তোলাবাজীর বিরুদ্ধে জনমত গঠন করছেন। এই পরিস্থিতিতে টিএমসিপির রাজ্য সভানেত্রীকে সরিয়ে দিয়ে আসলে ছাত্র সংগঠনের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়া হল ফলে প্রশাসনের কাজ করতে অনেক সুবিধা হবে । জয়া দত্তের বিরুদ্ধে অভিযোগ তিনি তোলাবাজীর মত ঘটনার ক্ষেত্রে কড়া হাতে দমন করেননি এবং তার সংগঠনের ইউনিট নেতারা সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত। তাই তাকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =