দেশ 

“তাবলিগি ভাইরাস”দেশের পক্ষে করোনা ভাইরাসের থেকে “আরও বিপজ্জনক” হতে পারে। কেননা একটি প্রাকৃতিক ভাইরাস একটা সময়ের পর ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ধরণের বিদ্বেষ প্রচার সমাজে বড় প্রভাব ফেলে : ওমর আবদুল্লাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ খুললেন প্রায় ৮ মাস নজরবন্দী থাকার পর , মুক্তি পেয়েছেন । মুক্তি পাওয়ার এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ । দেশে চলমান করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের মুখে নিজামউদ্দিনের তবলিগি মারকাজ থেকে করোনা সংক্রমণ দেশে ছড়িয়ে পড়েছে । এই অভিযোগের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন ,  “মুসলিমদের বদনাম করার সুযোগ” খুঁজছেন অনেকেই। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, হ্যাশট্যাগ দিয়ে যাঁরা “তাবলিগি ভাইরাস” টুইট করছেন সেটা দেশের পক্ষে করোনা ভাইরাসের থেকে “আরও বিপজ্জনক” হতে পারে। কেননা একটি প্রাকৃতিক ভাইরাস একটা সময়ের পর ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ধরণের বিদ্বেষ প্রচার সমাজে বড় প্রভাব ফেলে । যা থেকে যাবে দশকের পর দশক ।

এছাড়াও ওমর আবদুল্লাহ তাঁর টুইটে লিখেছেন “এখন # তাবলিগি জামাত কারও কারও কাছে সব জায়গায় মুসলিমদের বদনাম করার জ্ন্যে একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে, যেন আমরাই #COVID তৈরি করেছি এবং বিশ্ব জুড়ে ওই ভাইরাস ছড়িয়ে দিচ্ছি”।

Advertisement

যদিও এর পাশাপাশি তাবলিগি জামাতের সমালোচনা করেও তিনি লেখেন, “প্রথম দর্শনে যদিও এটাই মনে হচ্ছে যে এই ঘটনা # তাবলিগি জামাতের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপেরই ফল, তবে এটাও ঠিক যে, এই ধরণের সমাবেশ তাদের কাছে নতুন কিছু নয়। তবে ভারতের বেশিরভাগ মুসলমানরাই কিন্তু সরকারি নির্দেশিকাগুলি মানছেন এবং অন্যদের সেই নির্দেশ মেনে চলারই পরামর্শ দিচ্ছেন”।

Omar Abdullah

@OmarAbdullah

Important to read the statement that was put out by clarifying all the steps they took to implement the government guidelines. I tried to get it in a format I could share directly here but that wasn’t possible so sharing this tweet instead. https://twitter.com/umarganie1/status/1244923974024228865 

Umar Ganie@UmarGanie1

#COVID19
The management at #NizamuddinMarkaz , Delhi issued a detailed statement about the linking of several cases to the recent #TableeghiJamaat congregation at the centre, says it had kept authorities informed from Day 1 of lockdown. https://www.thekashmirmonitor.net/tableeghi-markaz-issues-official-statement-says-had-kept-authorities-informed-from-day-1-of-lockdown/ 

Omar Abdullah

@OmarAbdullah

For the record this was the statement put out by them clarifying their position & the steps taken by them. The stink of communalism in a lot of the criticism is nauseating.

View image on TwitterView image on Twitter
408 people are talking about this

Omar Abdullah

@OmarAbdullah

Now the will become a convenient excuse for some to vilify Muslims everywhere as if we created & spread around the world.

14.6K people are talking about this

Omar Abdullah

@OmarAbdullah

People tweeting stuff with hash tags like Tablighi virus are more dangerous than any virus nature could ever conjure up because their minds are sick while their bodies may very well be healthy.

3,142 people are talking about this
দিল্লির নিজামুদ্দিন মসজিদের ওই অনুষ্ঠানটিতে অংশ নেওয়া ৯১ জন মানুষের শরীরে ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। তাঁরা ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত আযোজিত ওই সমাবেশে যোগ দিয়েই ওই রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

এদিকে এক বিবৃতিতে দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের “মার্কাজ” কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি ২২ মার্চ “জনতা কারফিউ” ঘোষণা করার পরে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়। কিন্তু ততক্ষণে ওই মসজিদ চত্বরে প্রচুর মানুষের জমায়েত ছিল। তাঁরা ওই কারফিউয়ের কারণে আটকা পড়ে। তাঁদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না। আর এরপরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে লকডাউন। তাই বাধ্য হয়েই মসজিদ সংলগ্ন এলাকাতেই গা ঘেঁষাঘেঁষি করে থাকতে বাধ্য হন ওই মানুষজন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =