দেশ 

প্রতারণা মামলায় জামিন নাকচ , চাপ বাড়ল প্রশান্ত কিশোরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রতারণা মামলায় জামিন পেলেন না প্রশান্ত কিশোর । পাটনার এক আদালত এই মামলায় প্রশান্ত কিশোরের জামিন নাকচ করে দিয়েছে । জানা গেছে , রাজনৈতিক পরামর্শদাতা ও কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর কর্মচারীর ওসামার বিরুদ্ধে কন্টেন্ট চুরির অভিযোগে জালিয়াতি মামলা দায়ের করেছেন বিহারের শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগবাত বিহার কিপ্রচারের জন্য ব্যবহৃত কিছু কন্টেন্ট তাঁর নিজের

ঘটনায় প্রকাশ, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিহারের পাটুলিপুত্র থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা এবং আসাধু ভাবে কোনো ব্যক্তির সম্পত্তির হস্তান্তর), ধারা ৪০৬ (অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘনের সাজা)- এফআইআর দায়ের হয়পুলিশকে অভিযোগ জানাতে গিয়ে শাশ্বত গৌতম দাবি করেছেন, তিনি একই ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, কয়েক দিনের মধ্যেই যেটির আত্মপ্রকাশ ঘটবে প্রশান্ত কিশোর ছাড়াও ওসামা নামের এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছেন গৌতম তিনি অভিযোগ করেছেন, ওসামা চাকরি থেকে পদত্যাগ করার আগে তাঁর সঙ্গেবিহার কি বাতনিয়ে কাজ করছিলেন

Advertisement

এই মামলায় গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রশান্ত কিশোর । কিন্ত জামিনের আবেদন নাকচ করে দেয় পাটনার সিটি কোর্ট। এরফলে প্রশান্ত কিশোরের উপর চাপ অনেকটা বাড়ল বলে রাজনৈতিক মহল মনে করছে । সম্প্রতি প্রশান্ত কিশোর বিহারে এক সাংবাদিক সম্মেলন করে নীতিশ সরকারের সমালোচনা করেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =