আন্তর্জাতিক 

বজরং দল ও ভিএইচপি-কে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ বলে উল্লেখ করল সিআইএ

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বজরং দল ও ভিএইচপি ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ বলে উল্লেখ করল সিআইএ। অন্যদিকে, আরএসএস-কে ‘জাতীয়তাবাদী সংগঠন’ বলে উল্লেখ করল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ফ্যাক্টবুকে তারা এই দাবি করেছে। একই সঙ্গে ভিএইচপি ও বজরং দলকে ‘রাজনৈতিক প্রভাবশালী সংগঠন’ বলে উল্লেখ করেছে তারা। এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷ জানা গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈন ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ৷ তিনি বলেছেন, ‘অবিলম্বে তকমা প্রত্যাহার করতে হবে৷ তা না হলে বিশ্বজুড়ে আন্দোলন হবে৷’
ভিএইচপি, বজরং দল এবং আরএসএস-ই নয়৷ এছাড়াও ভারতের আরও দু’টি সংগঠনকে ‘পলিটিক্যাল প্রেসার গ্রুপ অ্যান্ড লিডারস’-র তকমা দিয়েছে৷ অন্যদিকে, হুরিয়াত-কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং মেহমুদ মাদানি-র নেতৃত্বে জমিয়ত উলেমায়ে-হিন্দ-কে ধর্মীয় সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই বিতর্ক চরমে৷
জানা গিয়েছে, প্রতিবছর গোটা বিশ্ব থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ওয়ার্ল্ড ফ্যাক্টবুক’ প্রকাশ করে সিআইএ। সেই বইতে ভিএইচপি ও বজরং দলকে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’-এর তালিকায় রেখেছে সংস্থাটি। আরএসএসকে ‘জাতীয়তাবাদী সংগঠন’, হুরিয়ত কনফারেন্সকে ‘বিচ্ছিন্নতাবাদী সংগঠন’ ও জমিয়তে উলেমায়ে হিন্দকে ‘ধর্মীয় সংগঠন’ বলে উল্লেখ করা হয়েছে ওই তালিকায়। তিনটি সংগঠনকেই ‘রাজনৈতিক প্রভাবশালী’ বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =