দেশ 

এক বুক-জলে দাঁড়িয়ে বন্যা কবলিতদের সাহায্য, সোশ্যাল মিডিয়ায় ‘হিরো’ মণিপুরের এক আইপিএস অফিসার

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 নিজস্ব প্রতিনিধি : জলে ডুবে গিয়েছে বেশিরভাগ এলাকা ৷ খাবার নেই, জল নেই, মাথায় ছাদ নেই ৷ হাহাকার করছেন মণিপুরবাসী ৷ না খাওয়া, শুকনো, মলিন মুখগুলোর পাশে এসে দাঁড়ালেন তিনি ৷ ধোপদুরস্থ অফিস পোশাক পরেই নেমে পড়লেন বুক ডোবা জলে ৷ কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করলেন দুর্গতদের ৷ আদতে তিনি মণিপুরের এক আইপিএস অফিসার ৷ এখন তাঁর ছবিই ভাইরাল নেট দুনিয়ায় ৷
নাম দিলীপ সিং ৷ রাজ্যবাসীর দুর্দশা দেখে নিজের সামাজিক অবস্থানকে মুহূর্তে দূরে সরিয়ে রাখলেন ৷ ভুলে গেলেন নিজের সুবিধা-অসুবিধার কথা ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ৷ দীলিপের সঙ্গে একই কাজে জলে নেমে বন্যা দুর্গতদের উদ্ধারকাজে দেখা গেল মণিপুরের জলসম্পদ উন্নয়নমন্ত্রী লেটপাও হাওকিপকেও ৷ সেই ছবিই ছড়িয়ে পড়ল সোশ্যালের দেওয়ালে ৷ সাধারণ মানুষ নতজানু কুর্নিশ জানাল দু’জনকেই ৷ দীলিপকে অভিনন্দন জানালেন বলি-তারকা বোমান ইরানিও ৷
ইম্পলের জলে ভেসে যাচ্ছে মণিপুর ৷ তার মধ্যেও দুই অফিসারের আত্মত্যাগের ছবিতে চিলতে আলো এল উত্তরপূর্বের ছোট্ট রাজ্যে ৷


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =