জেলা 

সিএএ –এনআরসি ইস্যু নিয়ে কর্মীদের জোরদার প্রচারের নির্দেশ মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু বেধে দিলেন । মূলত সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জির বিরোধিতাকে হাতিয়ার করেই প্রচার চালাতে কর্মীদের নির্দেশ দিলেন দলনেত্রী । বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে তারই ক্লাস নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচন যদি ফাইনাল হয়, তবে নিঃসন্দেহে সেমি ফাইনাল হল পুরভোট। সিএএ বা এনআরসি-র বিরুদ্ধে আন্দোলনের আঁচে তপ্ত গোটা দেশ। এই মুহূর্তে দেশ জুড়েই যে কোনও নির্বাচনে ইস্যু হয়ে উঠেছে সিএএ, এনআরসি ও এনপিআর। এ দিন কৃষ্ণননগরে সংসদে বিল আনার ক্ষেত্রে বিজেপি কেমন তাড়াহুড়ো করছে তা বোঝাতে গিয়ে মমতা বলেন, ‘‘পার্লামেন্টে আগে ৭২ ঘণ্টা সময় দিত। কিন্তু এখন সেকেন্ডে সেকেন্ডে  বিল আসে। রাতে বিল পাঠিয়ে বলে, সকালে আলোচনা হবে। মোটেই সময় দেওয়া হয় না। আর বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিলে যা নয় তাই ঢুকিয়ে দেওয়া হয়।’’ এর পর অবশ্য দলীয় সাংসদদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘‘সংসদে তৃণমূল সাংসদরা খুব ভাল কাজ করছেন।’’

সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের মধ্যেই, দেশ জুড়ে এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। যদিও, গত বছর ডিসেম্বরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই কার্যকর হবে এনআরসি এবং সিএএ। মঙ্গলবার, সেই একই কথা সংসদে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

Advertisement

এই সূত্রেই মঞ্চে একটি চিঠি পেশ করে দেখিয়ে তৃণমূল নেত্রী দাবি করেন, এনপিআর সংক্রান্ত ওই চিঠিটি গত ২০১৪ সালের ২৬ নভেম্বর পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তাতে স্পষ্ট করে বলা হয়েছিল, এনপিআর হচ্ছে এনআরসি-র প্রথম ধাপ। এর পরই মমতা প্রশ্ন করেছেন, ‘‘তা হলে আমরা কেন এনপিআর করতে বলব? আমাদের সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে এনপিআর হবে না।’’  সেই সঙ্গে সাবধান করে দেওয়ার সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বিজেপি-সিপিএম-কংগ্রেসের অনেক কর্মচারী আছে। তারা যদি রাজ্য সরকারের নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য চায় তা হলে আপনারা দেবেন না। ওদের বিশ্বাস করবেন না।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 16 =