আন্তর্জাতিক 

‘নাগরিকত্ব আইন ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশে তার প্রভাব পড়তে পারে ’ : আবদুল মোমেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বংলাদেশের বিদেশ মন্ত্রী আবদুল মোমেন ফের উদ্বেগ প্রকাশ করলেন । তিনি বলেছেন , ‘নাগরিকত্ব আইন ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশে তার প্রভাব পড়তে পারে।’

সিএএ ও এনআরসি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারত সরকার আমাদের বারবার আশ্বাস দিয়ে বলেছে যে, এটা তাদের আভ্যন্তরীণ বিষয় আর আইনি কারণেই এই বিল কার্যকর করা হচ্ছে।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরাই ভারতের এক নম্বর বন্ধু। তাই ভারতে কোনও অনিশ্চয়তা তৈরি হলে, তার প্রভাব প্রতিবেশী দেশেও পড়বে। যেমন, আমেরিকায় একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছিল, আর আমাদের উপর তার প্রভাব পড়েছে। তাই ভারতের এই অনিশ্চিত পরিস্থিতি নিয়ে ভয় তৈরি হয়েছে।’

Advertisement

এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনার উপদেষ্টা রিজভি বলেন, ‘নাগরিকত্ব বিল ভারতের আভ্যন্তরীণ বিষয়। তাঁর কথায়, ‘ভারতে কেউ অবৈধভাবে বসবাস করলে তাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে, তবে তার জন্য ভারতকে প্রমাণ দিতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশে মুসলিম-হিন্দু, ক্রিশ্চান, বৌদ্ধ সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে।

কয়েক দিন আগে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী আবদুল মোমেন । কারণ হিসাবে জানা গেছে , সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এই বিবৃতির পরিপ্রেক্ষিতে দেশে বিপাকে পড়ে যায় আওয়ামী লীগ সরকার । তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারত বাতিল করে । একইসঙ্গে তিনি দাবি করেন , বাংলাদেশের নাগরিক যারা ভারতে রয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের তালিকা দেওয়া হোক । প্রমাণসহ তালিকা দেওয়া হলে সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে বলে বিদেশ মন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + 3 =