কলকাতা 

ডিএ সরকারি কর্মচারিদের অধিকার নয় দাবি রাজ্যের,অধিকারের পক্ষে পর্যবেক্ষণ স্বয়ং বিচারপতির

শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া হবে কি হবে না তার একমাত্র সিদ্ধান্ত নিতে  পারে রাজ্য সরকার। আইনতঃ ডিএ রাজ্য সরকারি কর্মচারিদের অধিকার নয় বলে আজ ডিএ মামলার শুনানিতে রাজ্য  সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান স্যাট যে রায় দিয়েছে তার সঙ্গে কী সরকার সহমত। অ্যাডভোকেট জেনারেল জানান,আইনত কোনভাবেই ডিএ কর্মচারিদের অধিকার নয়। একই সঙ্গে তিনি আদালতকে জানান যে কথা প্রচার করা হচ্ছে ডিএ বাকী আছে তা ঠিক নয়,আমরা সরকারি কর্মচারিদের ১০০ শতাংশ ডিএ দিয়ে দিয়েছি। আর কোন ডিএ বাকি নেই। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন,রোপা আইন অনুযায়ী ডিএ তো সরকারি কর্মচারিদের অধিকারের মধ্যেই পড়ে। এদিন আদালত রাজ্য সরকারের আইনজীবীকে বলে,কত শতাংশ ডিএ এ পর্যন্ত দেওয়া হয়েছে তার বিবরণ এবং কোন সময় ডিএ ঘোষণা করা হচ্ছে আর কোন সময় থেকে তা দেওয়া হয় তার পূর্ণাঙ্গ বিবরন আগামী বৃহস্পতিবার আদালতে জমা দিতে। ৭ জুন আবার এই মামলার শুনানী হবে।


শেয়ার করুন
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × five =