কলকাতা 

মেডিক্যাল নিটে জিডির সাফল্য চোখে পড়ার মতো

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ জিডি স্টাডি সার্কেলের মধ্যমেধার ছাত্রছাত্রীরাও এবার মেডিক্যাল নিটে অভাবনীয় ফল করল। ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যপ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডির আরমান হকের নাম রয়েছে ৮৪৪৩ নম্বরে। সেই জিডি স্টাডি সার্কেলের পড়ুয়াদের মধ্যে প্রথম। এছাড়া ৮৬৬৫ নম্বরে নাম রয়েছে নদীয়ার নাকাশীপাড়ার আজিজুর রহমান। জিডিতে তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার রাণীবাঁধ গ্রামের সাকির সেখ। সর্বভারতীয় নিটে তার নাম রয়েছে ৮৯৭৪। এছাড়া ৫০ হাজারের মধ্যে নাম রয়েছে বাকি ৮ জনের।

মিশনের পড়ুয়াদের  এই ফলাফলে অত্যন্ত আনন্দিত জিডির কর্ণধার তথা বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্জ্ব মুস্তাক হোসেন। মিশনের শিক্ষক ও সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুস্তাক সাহেব। সেই সঙ্গে সফল ছাত্রদের আগামীদিনে ভালো মানুষ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তিনিই রাজ্যের বহু মিশিন স্কুলে সাহায্যের হাত বাড়িয়ে প্রতিষ্ঠিত করেছেন। আগামী দিনে এই মিশন থেকেই  আইপিএস, আইএএস পরীক্ষার জন্য কোচিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × five =