জেলা 

মমতা ম্যাজিক অটুট, মহেশতলা বিধানসভাকেন্দ্রের উপনির্চানেও সবুজ ঝড়ের ইঙ্গিত

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটের পর দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড়ের ইঙ্গিত। সপ্তম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির সুজিত ঘোষের তুলনায়  এগিয়ে রয়েছেন ২১,১৭৮ ভোটে। যেখানে দুলালবাবু ৩৫,৬১৪ ভোট পেয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন, সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৪,৪৩৬ টি ভোট। এই বিধানসভা কেন্দ্রে মোট একুশ রাউন্ডে গণনা হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে দুলালবাবুর জয়ের ব্যবধান ৬০,০০০ পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে বিজেপি নাকি সিপিএম কে থাকবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃতীয় বা চতুর্থ রাউন্ড গণনার শেষেও দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী। কিন্তু বেলা বাড়তেই চিত্রটা একটু বদল হতে থাকে। সপ্তম রাউন্ড গণনার শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ। সিপিএম প্রার্থীর থেকে তিনি ২০০০ এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১৪,৪৩৬। সেখানে সিপিএম প্রার্থী পেয়েছেন ১২,০৯৮ টি ভোট।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেজন্যই মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কেন্দ্র করে কেন্দ্রীয়বাহিনীর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পুরো এলাকা। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরাও নির্বাচন কমিশনে তেমন কোনো অভিযোগ জানায়নি। তাই এই জয়ে স্পষ্ট যে যাই বলুক না কেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা যে এখনও অটুট, তা বলার অপেক্ষা রাখেনা।

 


শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 + nineteen =