জেলা 

অনুব্রতের গড় বোলপুর পুরসভাতেই হেরে গেছে তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বীরভূমের দোদন্ডপ্রতাপ অনুব্রত মন্ডল হেরে গেলেন । খোদ নিজের ওয়ার্ডেই । শুধু হেরে যাওয়া নয় , লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বোলপুর পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। বোলপুর শহরে ২০টি ওয়ার্ডের মধ্যে অন্তত ১৫টিতে বিজেপি-র প্রাপ্ত ভোটের চেয়ে তারা পিছিয়ে রয়েছে বলে তৃণমূল সূত্রেই খবর।

বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচুপট্টিতে বাড়ি অনুব্রত মণ্ডলের। এই ওয়ার্ডে ৪ হাজার ৬০০ জন ভোটার রয়েছে। তৃণমূল সূত্রের খবর, এই ওয়ার্ডে ভোটে হেরেছে তৃণমূল। হার যে হয়েছে, তা মানছেন অনুব্রত নিজেও। তাঁর কথায়, ‘‘মানুষ রায় দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। পাঁচ থেকে ছ’টি ওয়ার্ডে আমরা এগিয়ে আছি। বাকিগুলোতে পিছিয়ে। পরের পুরভোটে আরও কয়েকটি ওয়ার্ড বাড়বে। সেই ভোটে এই ভোটের ফলের কোনও প্রভাব পড়বে না।’’

Advertisement

শুধু অনুব্রতই নন, তাঁর ঘনিষ্ঠ রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহকেও হারতে হয়েছে নিজের ওয়ার্ডে। তাঁর বাড়ি যেখানে, সেই ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় তিন হাজার ভোটার রয়েছে। বিজেপির এই ভোট বৃদ্ধি প্রসঙ্গে চন্দ্রনাথবাবু বলেন, ‘‘২০১৪  সালেও তো বিজেপি-র পক্ষে হাওয়া ছিল। কিন্তু তার প্রভাব এতটা পড়েনি।’’ তাঁর সংযোজন, ‘‘এ বছর ধর্মের নিরিখে ভোট হয়েছে অনেকটাই। তাই এই ফল হয়েছে। তবে বোলপুর পুরসভা ভোটে এই রেজাল্ট কাজ করবে না।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

ten − 8 =