জেলা 

তৃণমূলের দখল নেওয়া পার্টি অফিস কংগ্রেসকে ফিরিয়ে দিল বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কংগ্রেসের দফতর দখল করে নিয়েছিল তৃণমূল ।ফিরিয়ে দিল বিজেপি । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কংগ্রেসের ময়নাগুড়ির মাধবডাঙায় একটি পার্টি অফিস দখল করে নিয়েছিল । কোনোভাবে কংগ্রেস তা দখল মুক্ত করতে পারেনি । বৃহস্পতিবার ভোটের ফল আসার পর জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়লাভ করে । তারপরেই বিজেপির কর্মীরা ওই পার্টি অফিস দখল নিয়ে কংগ্রেসকে ফিরিয়ে দেয় ।

সংবাদে প্রকাশ শুক্রবার সকালে ময়নাগুড়ির মাধবডাঙায় তৃণমূলের একটি দফতরে ঢুকে বিজেপি কর্মীরা দখল নেয় বলে অভিযোগ। যদিও সেই দফতরের ভার বিজেপি কর্মীরা নিজেদের কাছে রাখেনি। ঘরের চাবি বিজেপি নেতারা তুলে দেন এলাকার কংগ্রেস কর্মীদের হাতে। কংগ্রেসের অভিযোগ, এক সময়ে দফতরটি তাদেরই ছিল। ২০১২ সালে তৃণমূল সেটি দখল করে নেয়। এ দিন পুরনো দফতর ফিরে পেয়ে বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিজেপি নেতা শিবশঙ্কর দও বলেন, “আমরা চাই রাজ্যে গণতন্ত্র থাকুক। কেউ গায়ের জোরে কারও দলীয় দফতর কেড়ে নেবে তা হবে না। আমরা দফতর পুনরুদ্ধার করে কংগ্রেসের হাতে তুলে দিয়েছি।’’ বিজেপির একটি সূত্রের দাবি, লোকসভা ভোটে বহু কংগ্রেস কর্মী-সমর্থক তাঁদের ভোট দিয়েছে। তাই পাল্টা উপহার হিসেবে দলীয় দফতর ফিরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

কংগ্রেসের নেতারা অবশ্য বিজেপিকে ভোট দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেননি। স্থানীয় কংগ্রেস নেতা উপেন্দ্রনাথ সরকার বলেন, “আমাদের ভোট অন্য কারও দিকে যায়নি। তবে বিজেপি কর্মীদের ধন্যবাদ জানাই। তারা আজ আমাদের এই দফতর ফিরিয়ে দিয়েছে। আশা করব এমন সৌজন্যের রাজনীতি বজায় থাকবে।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × one =