জেলা 

কোটি টাকা সহ গ্রেফতার বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ট ব্যক্তি সহ একজন , পার্টির কাজে টাকা নিয়ে যাচ্ছিলাম স্বীকার ধৃতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল অভিযোগ করে আসছিল বাইরে থেকে টাকা এনে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি । বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার কিছু আভাষ থাকলে সেভাবে জোরালো কোনো প্রমাণ তৃণমূল দেখাতে পারেনি। তবে মমতা থেকে শুরু করে সব নেতারাই বলে আসছিলেন বিজেপি বাইরে থেকে টাকা আনছে। তৃণমূলের অভিযোগের খানিকটা বৈধতা পেল আসানসোলের ঘটনায় । আসানসোল স্টেশন থেকে কোটি টাকা উদ্ধার করল জিআরপি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিলীপের প্রাক্তন আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায়কে৷ আসানসোল স্টেশন থেকে এক কোটি টাকা সহ গ্রেফতার করা হয় তাদের৷ এটা পার্টির টাকা, নির্বাচনের কাজে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে ধৃত লক্ষ্মীকান্ত সাউ৷

ধৃতদের নাম গৌতম চট্টোপাধ্যায়, লক্ষ্মীকান্ত সাউ৷আসানসোল স্টেশন থেকে তাদের গ্রেফতার করেছে জিআরপির জওয়ানরা৷ আজ, সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে৷ পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে এই টাকার সঙ্গে বিজেপির যোগ রয়েছে৷

Advertisement

রবিবার বিকেলে আসানসোল স্টেশন চত্বরে দু’জন সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি জওয়ানরা৷ তাদের সঙ্গে ছিল বড় একটি ব্যাগ৷ সন্দেহ গাঢ় হওয়ায় তাদের পিছু নেয় জিআরপি৷ জিআরপি৷ দুজনকে জেরা করে ব্যাগটি বাজেয়াপ্ত করে তারা৷ওই ব্যাগ থেকেই এক কোটি টাকা উদ্ধার হয়েছে৷ জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কলকাতার দিকে যাচ্ছিল তারা৷

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে গৌতমের বাড়ি উত্তর ২৪ পরগনার শাসনে এবং লক্ষ্মীকান্তের বাড়ি দক্ষিণ দিল্লি৷ ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চায় জিআরপি৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − four =