কলকাতা 

কাল ধর্মতলা থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত অমিত শাহের রোড শো ; যানজটে নাকাল হতে পারে সাধারন মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শোনা যাচ্ছিল মোদীজি কলকাতায় রোড শো করবেন । উত্তর কলকাতার শ্যামবাজার থেকে শুরু করে শেষ করবেন হাজরা মোড়ে গিয়ে । অর্থাৎ উত্তর ও দক্ষিন দুটি লোকসভা কেন্দ্রই মোদীজির রোডশো করার কথা । কিন্ত তা আর হল না । তাঁর বদলে মঙ্গলবার বিকালে কলকাতায় রোড-শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সাড়ে তিন কিলোমিটার ওই রোড-শো’য়ে কয়েক লক্ষ জনতা কলকাতায় রাস্তায় নামবেন বলে আশা করছে রাজ্য বিজেপি৷ অমিত শাহ ছাড়াও ওই রোড-শো’তে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে৷

যেসব কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে, সেই সব কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকতে পারেন৷ বিজেপি সূত্রে যা খবর, ধর্মতলায় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে  ওই জায়গা থেকে রোড-শো কে সি দাস মোড়ে পৌঁছাবে৷ ওই মোড় থেকে রোড-শো এগোবে লেনিন সরণী হয়ে৷ ওয়েলিংটন মোড় থেকে বাঁদিকে বৌবাজার, কলেজ স্ট্রিট, বিধান সরণী হয়ে রোড শো পৌছে যাবে মানিকতলার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে৷

Advertisement

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় সহ সব শীর্ষনেতারা ওই রোড-শোয়ে থাকবেন৷ উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতির তিনটি জনসভা ছিল সোমবার৷ কিন্তু প্রশাসন সাহায্য না করায় বারুইপুরে একটি জনসভা করতে পারেননি অমিত – অভিযোগ উঠেছে৷ তাকে সভা না করতে দেওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অমিত ৷ তিনি বলেছেন, আমাকে আটকালে কী হবে দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়)৷ বিজেপির জয় আটকাতে পারবেন?’’

বিজেপি আগেই জানিয়েছিল, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন, প্রধানমন্ত্রী কলকাতায় রোড-শো করার জন্য সময় পাবেন না৷ সেক্ষেত্রে বাংলায় ১৭টি নির্বাচনী প্রচার সভা করলেও কলকাতার মাটিতে পা রেখে জনসভা বা রোড-শো কোনটাই করবেন না মোদী৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =